AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘Duologue NXT’-এ সফল নারীদের লড়াইয়ের কাহিনি, অনুপ্রাণিত করবে আপনাকেও

Inspiring stories of women: নিউজ৯-র অরিজিনাল সিরিজ 'ডুয়োলগ ইউথ বরুণ দাস' দর্শকমনে জায়গা করে নিয়েছিল। টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র অনন্য উপস্থাপনা ও বুদ্ধিদীপ্ত প্রশ্নে অতিথিরা তাঁদের মনের আগল খুলে দিয়েছিলেন। এবার সফল নারীদের লড়াইয়ের কাহিনি সমাজের বৃহৎ অংশের কাছে পৌঁছে দিতে নতুন উদ্যোগ 'ডুয়োলগ NXT'।

'Duologue NXT'-এ সফল নারীদের লড়াইয়ের কাহিনি, অনুপ্রাণিত করবে আপনাকেও
ডুয়োলগ NXT
| Updated on: Sep 23, 2025 | 4:20 PM
Share

নয়াদিল্লি: ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’-র পর এবার ‘ডুয়োলগ NXT’। টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের অনন্য উপস্থাপনায় আরও একটি নতুন সিরিজ। খ্যাতনামা, সফল ব্যক্তিত্বদের সফলতার শিখরে পৌঁছনোর লড়াইয়ের কাহিনি শোনা যাবে ‘ডুয়োলগ NXT’-এ। আরও স্পষ্ট করে বললে এই সিরিজে সফল নারীদের সাফল্যের পিছনে লড়াইয়ের কাহিনি শোনা যাবে। সেই সব সফল নারী, যাঁরা তাঁদের আশপাশের দুনিয়াকে আরও ভাল করার চেষ্টা করেছেন। টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র সঙ্গে আলাপচারিতায় সেইসব কাহিনিই শোনাবেন তাঁরা।

নিউজ৯-র অরিজিনাল সিরিজ ‘ডুয়োলগ ইউথ বরুণ দাস’ দর্শকমনে জায়গা করে নিয়েছিল। টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র অনন্য উপস্থাপনা ও বুদ্ধিদীপ্ত প্রশ্নে অতিথিরা তাঁদের মনের আগল খুলে দিয়েছিলেন। তিনটি সিজনে বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বরা টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র আলোচনায় মগ্ন হয়েছিলেন। উচ্চ প্রশংসিত হয় এই শো।

‘ডুয়োলগ উইথ বরুণ দাস’ সিরিজের সবদিক থেকে গুণমান বজায় রেখেই এবার নতুন সিরিজ ‘ডুয়োলগ NXT’। পডকাস্ট এই সিরিজ দর্শকদের অনুপ্রাণিত করবে। নারী নেতৃত্বাধীন উন্নয়নের কাহিনি। বিভিন্ন ক্ষেত্রের সফল নারীদের নিয়ে এই সিরিজ। সফল নারীদের লড়াইয়ের কাহিনি সমাজের বৃহৎ অংশের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।

সমাজে পরিবর্তনের ক্ষেত্রে নারীদের ভূমিকা নিয়ে টিভি৯ নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাস বলেন, “পরিবর্তনের ক্ষেত্রে নারীদের অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমার জীবনের এই যাত্রাপথে বহু সফল মহিলার সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। যাঁদের কাহিনি বিশ্বের দরবারে তুলে ধরা দরকার। তাঁদের কাহিনি তুলে ধরে শুধু লক্ষ লক্ষ নারীকেই অনুপ্রাণিত করা লক্ষ্য নয়, পুরুষদেরও বাধা ভেঙে আরও উচ্চতায় পৌঁছাতে অনুপ্রাণিত করাও লক্ষ্য। ‘ডুয়োলগ NXT’ শুধু আলাপচারিতা নয়, তার চেয়েও বেশি। এটি নারী-নেতৃত্বাধীন উন্নয়নের আন্দোলন। এই উদ্যোগের অংশ হতে পেরে আমি গর্বিত।”