Shiv Sena: শিবসেনার নির্বাচনী প্রতীক ব্যবহার করতে পারবে না উদ্ধব ও একনাথ গোষ্ঠী
Election Symbol: উদ্ধব ঠাকরে এবং একনাথ শিণ্ডে গোষ্ঠীর বিবাদের জেরেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।
মুম্বই: শিবসেনা দলের নির্বাচনী প্রতীক স্থগিত করল জাতীয় নির্বাচন কমিশন। শিবসেনার প্রতীক তীর-ধনুক ব্যবহার করতে পারবে না শিবসেনা দলের বিবাদমান গোষ্ঠীরা। উদ্ধব ঠাকরে এবং একনাথ শিণ্ডে গোষ্ঠীর বিবাদের জেরেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। এর জেরে আগামী আন্ধেরী পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এই প্রতীক ব্যবহার করা যাবে না। নির্বাচন কমিশন জানিয়েছে, ‘শিবসেনা’র জন্য সংরক্ষিত ‘তীর ও ধুনক’ প্রতীক কোনও গোষ্ঠীই ব্যবহার করতে পারবে না।
আন্ধেরী পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ব্যাপারে শুক্রবারই উদ্ধব ঠাকরে শিবিরকে কমিশন ডেকে পাঠায়। একনাথ শিণ্ডে শিবিবের ‘তীর ও ধনুক’ প্রতীক ব্যবহার করতে চাওয়া নিয়ে মতামত শনিবারের মধ্যে উদ্ধব গোষ্ঠীকে মতামত জানাতে বলে নির্বাচন কমিশন। তীর ও ধনুক প্রতীক ব্যবহারের অনুমতি চেয়ে ৪ অক্টোবর কমিশনের কাছে আবেদন জানায় শিণ্ডে শিবির। এর পরই বিষয়টি নিয়ে উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।
কমিশন নির্দেশে বলেছেন, “দুই গোষ্ঠীই একই দলের (শিবসেনা) প্রতিনিধিত্বের দাবি করছে। তাই একটি প্রতীকের দাবি করছে। তা সম্ভব নয়। দুই গোষ্ঠীই শিবসেনার প্রতীক ছাড়া অন্য কোনও প্রতীক নিতে পারে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য।” এর পাশাপাশি দুই গোষ্ঠীকেই নতুন নাম এবং প্রতীক জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে কমিশন।
বিষয়টি নিয়ে একনাথ শিণ্ডে শিবিরের মুখপাত্র নরেশ মাসকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “নির্বাচন কমিশন নিরপেক্ষ। আমরা তির ও ধনুক প্রতীক হিসাবে চাই। আমরা আইনি পরামর্শও করছি।” শিবসেনা নেতা অনিল দেশাইও কমিশনের এই সিদ্ধান্তে হতবাক বলে জানিয়েছেন।