Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elephants Viral Video: একমাস পর বন্ধু’কে দেখে ‘ছুট্টে’ এল ওরা, মন ভাল হবে এই ভিডিয়ো দেখলে

Elephants Viral Video: ইনস্টাগ্রামের গুড নিউজ মুভমেন্ট পেজে পোস্ট করা হয়েছে হৃদয়গ্রাহী ওই ভিডিয়েটি। সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন ব্যক্তি অগভীর জলে দাঁড়িয়ে রয়েছে। অধীর আগ্রহে তিনি দুটি হাতির জন্য অপেক্ষা করছে। জোরে জোরে হাতি দুটিকে ডাকছেন তিনি। আর হাতিরা ওই ব্যক্তির গলার শব্দ শোনার সঙ্গে সঙ্গে শুঁড় নাড়িয়ে দৌড়ে আসছে।

Elephants Viral Video: একমাস পর বন্ধু'কে দেখে 'ছুট্টে' এল ওরা, মন ভাল হবে এই ভিডিয়ো দেখলে
হাতির ভাইরাল ভিডিয়ো Image Credit source: NDTV
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2023 | 8:40 PM

এই জটিল বিশ্বে ওদের কথা বলার জন্য কোনও রকম শব্দের প্রয়োজন হয় না। ওরা স্নেহ প্রদর্শন করে কোনও রকম শব্দ প্রয়োগ ছাড়াই। নিজেদের আকার ইঙ্গিতে প্রাণীরা বুঝিয়ে দেয় নিজেদের প্রেম-ভালবাসা কিংবা রাগ। ভাষা ছাড়াই ওরা অনায়াসে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে থাকে। যেমন সারমেয়রা খুশি হলে লেজ নাড়ায়, বিড়াল আনন্দ পেলে যেমন আরও গায়ের কাছে ঘেঁষে আসে একেক প্রাণী ঠিক একেক রকম ভাবে নিজের হাবভাব বুঝিয়ে দেয়। সম্প্রতি এই রকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে দুটি হাতি এক মাসের ব্যবধানে তাদের এক মানুষ বন্ধুকে পুনরায় দেখতে পেয়ে কীভাবে আনন্দ করছে। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে দেখতে পেয়ে নিজেদের খুশি ধরে রাখতে পারছে না।

ইনস্টাগ্রামের গুড নিউজ মুভমেন্ট পেজে পোস্ট করা হয়েছে হৃদয়গ্রাহী ওই ভিডিয়েটি। সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন ব্যক্তি অগভীর জলে দাঁড়িয়ে রয়েছে। অধীর আগ্রহে তিনি দুটি হাতির জন্য অপেক্ষা করছে। জোরে জোরে হাতি দুটিকে ডাকছেন তিনি। আর হাতিরা ওই ব্যক্তির গলার শব্দ শোনার সঙ্গে সঙ্গে শুঁড় নাড়িয়ে দৌড়ে আসছে।

ভিডিয়োটির পোস্টের সময় লেখা রয়েছে, “আবেগজনক পুনর্মিলন! কানাডায় এক মাস কাটানোর পর এই ব্যক্তি নিজের হাতির কাছে ফিরে এসেছেন এবং বন্ধুদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানাতে হচ্ছে।” আর এই ভিডিয়ো পোস্টের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গিয়েছে। কেউ লিখছেন’ এমনটা দেখা যায় না।’ কেউ বলেছেন ‘চোখে জল চলে এল’