Atal Bihari Vajpayee: অটল বিহারী বাজপেয়ী কত সম্পত্তি রেখে গিয়েছেন? বর্তমানে তার মূল্য কত জানেন?
Atal Bihari Vajpayee's property: রাজনৈতিক জীবন অনবদ্য হলেও ব্যক্তিগতভাবে অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করতেন অটল বিহারী বাজপেয়ী। তাই তিনবারের প্রধানমন্ত্রী ও রাজ্যসভা, লোকসভা মিলিয়ে ১২ বারের সাংসদ অটল বিহারী বাজপেয়ীর সম্পত্তির পরিমাণ ছিল তুলনামূলক অনেকটাই কম। ব্যক্তিগত সম্পত্তি হিসাবে দিল্লির পূর্ব কৈলাসে তাঁর একটি ফ্ল্যাট এবং একটি অ্যাম্বাসাডর গাড়ি ছিল।
নয়া দিল্লি: আজ, ২৫ ডিসেম্বর, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্মদিন। দেশের পরিকাঠামো গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। চতুর্ভুজের মতো এক অনন্য জাতীয় সড়ক প্রকল্প তিনি উপহার দিয়েছিলেন দেশকে। তাঁর রাজনৈতিক জীবন অনবদ্য হলেও ব্যক্তিগতভাবে অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করতেন তিনি। তাই তিনবারের প্রধানমন্ত্রী ও রাজ্যসভা, লোকসভা মিলিয়ে ১২ বারের সাংসদ অটল বিহারী বাজপেয়ীর সম্পত্তির পরিমাণ ছিল তুলনামূলক অনেকটাই কম। ব্যক্তিগত সম্পত্তি হিসাবে দিল্লির পূর্ব কৈলাসে তাঁর একটি ফ্ল্যাট এবং একটি অ্যাম্বাসাডর গাড়ি ছিল। মৃত্যুর সময় তিনি কত সম্পত্তি রেখে গিয়েছিলেন এবং আজ সেটির মূল্য কত দাঁড়িয়েছে, দেখে নেওয়া যাক একনজরে।
৫ দশকেরও বেশি সময় ধরে ভারতীয় রাজনীতির অন্যতম মুখ ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ২০০৪ সালে তিনি শেষবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক জীবন থেকে অবসর নেন। ২০০৪ সালে অটল বিহারী বাজপেয়ীর দেওয়া নির্বাচনী হলফনামা অনুসারে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৫৮.৯৯ লক্ষ টাকা। তার মধ্যে ছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে সঞ্চিত অর্থ, জাতীয় সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ এবং দিল্লিতে তাঁর বাসভবন।
অটল বিহারী বাজপেয়ীর সম্পদের পরিমাণ আজ কত হবে?
অটল বিহারী বাজপেয়ীর ২০০৪ সালের নির্বাচনী হলফনামায় উল্লিখিত সম্পত্তির মূল্য আজ প্রায় ২.১১ কোটি টাকা হবে। এর প্রধান কারণ বছরের পর বছর টাকার মূল্যের পরিবর্তন। ২০০৪ সাল থেকে ২০২৩ সালের মধ্যে গড় মুদ্রাস্ফীতির হার ৭ শতাংশ ধরা হলে বাজপেয়ীর সম্পত্তির পরিমাণ ২.১১ কোটি টাকার কিছুটা বেশি হবে।
অটল বিহারী বাজপেয়ীর উত্তরাধিকারী অটল বিহারী বাজপেয়ী বিয়ে করেননি। তাঁর এক দত্তক কন্যা রয়েছেন, নমিতা। তিনি রঞ্জন ভট্টাচার্যকে বিয়ে করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর পর তাঁর সম্পত্তির উত্তরাধিকারী তাঁর দত্তক কন্যা।
অটল বিহারী বাজপেয়ী তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে যুক্তফ্রন্ট সরকারের পতনের পর প্রথমবার তিনি প্রধানমন্ত্রী হন। কিন্তু, মাত্র ১৬ দিনের মাথায় তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তারপর ১৯৯৮ সালে তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন। কিন্তু, ১৩ মাস পর লোকসভায় আস্থা ভোটে পরাজিত হয়ে তাঁর সরকারের পতন হয়। এরপর ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করলে তৃতীয়বার প্রধানমন্ত্রী হন তিনি। এইবার প্রধানমন্ত্রী হিসাবে পূর্ণ সময়ের মেয়াদ পূরণ করেন বাজপেয়ী।