Karnataka Hijab Controversy : বোর্ড পরীক্ষার প্রথম দিনই হিজাব তরজা, পরীক্ষার্থীকে খুলতে বলা হল বোর্খা, তারপর…

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 28, 2022 | 7:26 PM

Karnataka Hijab Controversy : পরীক্ষার প্রথম দিনেই হিজাব বিতর্ক। পরীক্ষাকেন্দ্রে হিজাব, বোর্খা পরে ঢুকতে দেওয়া হল না পরীক্ষার্থীকে।

Karnataka Hijab Controversy : বোর্ড পরীক্ষার প্রথম দিনই হিজাব তরজা, পরীক্ষার্থীকে খুলতে বলা হল বোর্খা, তারপর...
প্রতীকী ছবি (সৌজন্যে : PTI)

Follow Us

বেঙ্গালুরু : হিজাব বিতর্ক নিয়েই উত্তাল হয়েছে কর্নাটক। এরপর গোটা ঘটনার আঁচ পড়েছে সমগ্র দেশেই। এই বিতর্কের জল গড়িয়েছে কর্নাটক হাইকোর্ট অবধি। হাইকোর্ট রায় দিয়েছে, কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম পরতে হবে। এবং ইসলাম ধর্মাচরণের জন্য হিজাব পরা বাধ্যতামূলক নয়। এরপর হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারী ছাত্রী। কিন্তু এদিন হাইকোর্টের রায়কে অমান্য করেই হিজাব ও বুর্খা পরে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন এক ছাত্রী।

কর্নাটক হাইকোর্টের এই রায় মানতে নারাজ বহু ছাত্রী। কর্নাটকে বোর্ডের পরীক্ষা (SSLC) শুরু হয়েছে। কর্নাটকের হুবলি জেলার এক পরীক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ হাইকোর্টের রায় সত্ত্বেও এদিন স্কুলের ইউনিফর্ম না পরে বুর্খা এবং হিজাব পরে এসেছিলেন সেই ছাত্রী। দশম শ্রেণির সেই ছাত্রী বুর্খা ও হিজাব খুলতে রাজি না হওয়ায় তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। স্কুলের ইউনিফর্ম পরে আসার পর তবেই তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া হয়।

এই ঘটনাটি সোমবার শান্তি নিকেতন পিইউ কলেজের পরীক্ষা কেন্দ্রের। এদিন কর্নাটকের বোর্ডের এসএসএলসি পরীক্ষার প্রথম দিন ছিল। রাজ্য জুড়ে কয়েক দফা বিক্ষোভের পরে, সরকার পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে রাজ্য জুড়ে পরীক্ষা কেন্দ্রগুলিতে এবং এর আশেপাশে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছিল। পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীদের ইউনিফর্ম পরে আসা বাধ্যতামূলক করেছিল রাজ্য সরকার। এই নির্দেশ দিয়েছিল কর্নাটকের প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন মন্ত্রী বিসি নাগেশ। হাইকোর্টের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই নির্দেশে আগেই বলা হয়েছিল, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সকলে ইউনিফর্ম পরে না আসলে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

আরও পড়ুন : WhatsApp Controversy : পাকিস্তান নিয়ে হোয়াটসঅ্যাপ স্টেটাসে গ্রফতার বেঙ্গালুরুর তরুণী, কী এমন লিখেছিলেন তিনি?

আরও পড়ুন : Bharat Bandh : ‘বনধ সমর্থনে উৎসাহ দিচ্ছে সরকার,’ ‘বেআইনি’, জানাল কেরল হাইকোর্ট

আরও পড়ুন : Ration At Doorstep : মমতার দেখানো পথে মান! পঞ্জাবে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের ঘোষণা করলেন আপ মুখ্যমন্ত্রী

Next Article