Bharat Bandh : ‘বনধ সমর্থনে উৎসাহ দিচ্ছে সরকার,’ ‘বেআইনি’, জানাল কেরল হাইকোর্ট
Bharat Bandh : ভারত জুড়ে দু'দিনের বনধের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। এরই মাঝে কেরল হাইকোর্ট জানিয়েছে, সরকারি কর্মচারীদের বনধ সমর্থন বেআইনি।
তিরুবনন্তপুরম : সারা দেশ জুড়ে ২৮ এবং ২৯ মার্চ দু’দিনের ভারত বনধের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। এদিকে দেশ জুড়ে বনধের বিক্ষিপ্ত ছবি দেখা গিয়েছে। বাংলায় বনধ সমর্থনকারীরা রেল অবরোধ এবং রাস্তায় রাস্তায় বনধ সমর্থনের উদ্দেশে বিক্ষোভ দেখানো শুরু করেন। এর মাঝেই কেরল হাইকোর্ট এদিন নির্দেশ দিয়েছে সরকারি চাকরিজীবীরা এই বনধ সমর্থনে পথে নামতে পারবেন না। এই সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করতেও বলা হয়েছে কেরল সরকারকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে, হাইকোর্ট জানিয়েছে যে, এলডিএফ সরকারের কর্মচারীরা এই বনধে অংশগ্রহণ করছে। এই কাজ বেআইনি।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রধান বিচারপতি এস মণিকুমার এবং বিচারপতি শাজি পি চালির একটি বেঞ্চ চন্দ্র চুড়েন নায়ার এস এর একটি জনস্বার্থ মামলায় এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ নিশ্চিত করেছেন আইনজীবী সজিত কুমার ভি। তিনি আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন। এদিন জানানো হয়েছে, সরকারি চাকরিজীবীদের ধর্মঘট বেআইনি কারণ তাঁদের চাকরি বিধিতে এটি নিষিদ্ধ। মামলাকারী দাবি করেন, রাজ্য সরকার তার কর্মীদের ধর্মঘটে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করছে। এই ধর্মঘট কেন্দ্রের বিরুদ্ধে হওয়ায় রাজ্য সরকারের এই অবস্থান। এবং বনধ সমর্থনের জন্য কর্মচারীরা কাজে না আসলে সেদিনের বেতন দেওয়া হবে রাজ্যের তরফে। এদিকে কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী প্রকল্পের বিরুদ্ধে এই বনধ হলেও তার বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গ সরকা। সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে।
প্রসঙ্গত, কেরল সরকারে রয়েছে লেফ্ট ডেমোক্রেটিক ফ্রন্ট। আর বামপন্থী শ্রমিক সংগঠনগুলিই ১২ দফা দাবি নিয়ে দু’দিনের বনধের ডাক দিয়েছে। রাজ্য সরকারের কর্মচারীরা সেই বনধের সমর্থনে কাজে যাচ্ছেন না। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যুগ্ম ফোরাম কর্মচারী, কৃষক এবং জনবিরোধী কেন্দ্রীয় প্রকল্পের বিরুদ্ধে এই বনধের ডাক দিয়েছে। কেরলে বনধ সমর্থনের বিক্ষিপ্ত ছবি ধরা পড়েছে।
আরও পড়ুন : Ration At Doorstep : মমতার দেখানো পথে মান! পঞ্জাবে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের ঘোষণা করলেন আপ মুখ্যমন্ত্রী