AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পূর্বাভাস ছাড়িয়ে GDP পৌঁছাল ৭.৮ শতাংশে, সার্ভিস সেক্টর একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৯.৩ শতাংশে!

GDP of India: দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছে দেশের অভ্যন্তরীণ চাহিদা। সাধারণ মানুষের ব্যয় বেড়েছে। পরিকাঠামো খাতে সরকারের বাড়তি খরচও বড় ভূমিকা নিয়েছে।

পূর্বাভাস ছাড়িয়ে GDP পৌঁছাল ৭.৮ শতাংশে, সার্ভিস সেক্টর একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৯.৩ শতাংশে!
Image Credit: Getty Images
| Updated on: Aug 31, 2025 | 9:51 AM
Share

২০২৫ সালের এপ্রিল্প থেকে জুন, অর্থাৎ প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপি পৌঁছল ৭.৮ শতাংশে। এই সময়কালের বৃদ্ধি গত পাঁচ ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে বেশি। এবারের বৃদ্ধি ছাড়িয়ে গিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাসকেও।

জিডিপির এই বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে সার্ভিস সেক্টর বা পরিষেবা খাত। এই সেক্টরে বৃদ্ধি দাঁড়িয়েছে ৯.৩ শতাংশ। সরকারি প্রশাসন ও প্রতিরক্ষায় তা হয়েছে ৯.৮ শতাংশ। আর্থিক, রিয়েল এস্টেট ও পেশাদারি পরিষেবায় হয়েছে ৯.৫ শতাংশ। বাণিজ্য, হোটেল, পরিবহণ ও যোগাযোগে ৮.৬ শতাংশ। উৎপাদন খাতে বৃদ্ধি দাঁড়িয়ে রয়েছে ৭.৭ শতাংশে। নির্মাণ খাতে ৭.৬ শতাংশ। আর কৃষি সেক্টরে হয়েছে ৩.৭ শতাংশ। গত বছর যা ছিল মাত্র ১.৫ শতাংশ।

দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছে দেশের অভ্যন্তরীণ চাহিদা। সাধারণ মানুষের ব্যয় বেড়েছে। পরিকাঠামো খাতে সরকারের বাড়তি খরচও বড় ভূমিকা নিয়েছে।

অর্থনীতিবিদদের মতে, সার্ভিস সেক্টরের ধারাবাহিক গতি ও পরিকাঠামোয় সরকারি ব্যয় এই বৃদ্ধি বজায় রাখবে ও আগামীতে তাকে তরান্বিতও করবে। তবে বিশ্ব বাজারের অনিশ্চয়তা ও কৃষি খাতে পরিবেশের বদল কিছুটা চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। তবে, দেশের জিডিপির ৭.৮ শতাংশ বৃদ্ধি অর্থনীতিকে নতুন ভরসা দিল, এই কথা বলাই যায়।