AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi New Ministers List: এনডিএ সরকারের নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হচ্ছেন কারা? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

Modi New Ministers List: বাংলা থেকে দুজনকেই মন্ত্রী করা হচ্ছে। একজন সুকান্ত মজুমদার ও অন্যজন শান্তনু ঠাকুর। এছাড়া ওড়িশাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Modi New Ministers List: এনডিএ সরকারের নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হচ্ছেন কারা? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
| Updated on: Jun 09, 2024 | 7:33 PM
Share

নয়া দিল্লি: শরিকদের সঙ্গে সরকার গঠন করতে চলেছে এনডিএ। জোট শরিকদের যে এবার মন্ত্রিত্বের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, তা নিয়ে জল্পনা ছিলই। রবিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল নতুন সম্ভাব্য মন্ত্রীদের তালিকা।

মোদীর মন্ত্রিসভায় কারা মন্ত্রী হচ্ছেন, পূর্ণাঙ্গ তালিকা

১. রাজনাথ সিং (বিজেপি)- উত্তর প্রদেশ

২. অমিত শাহ (বিজেপি)- গুজরাট

৩. লালন সিং (জেডিইউ)- বিহার

৪. পীযূষ গোয়াল (বিজেপি)- মহারাষ্ট্র

৫. প্রহ্লাদ জোশী (বিজেপি)- কর্নাটক

৬. মনসুখ মাণ্ডব্য (বিজেপি)- কর্নাটক

৭. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (বিজেপি)- মধ্য প্রদেশ

৮. সর্বানন্দ সোনোয়াল (বিজেপি)- অসম

৯. নীতীন গড়করি (বিজেপি)- মহারাষ্ট্র

১০. জুয়াল ওরাম (বিজেপি)- ওড়িশা

১১. চিরাগ পাসওয়ান (এলজেপি)- বিহার

১২. এসপি সিং বাঘেল (বিজেপি)- উত্তর প্রদেশ

১৩. রামদাস আঠাওয়ালে (রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া)- মহারাষ্ট্র

১৪. জয়ন্ত চৌধুরী (রাষ্ট্রীয় লোকদল)- উত্তর প্রদেশ

১৫. শোভা করন্দলাজে (বিজেপি) কর্নাটক

১৬. পঙ্কজ চৌধুরী (বিজেপি)- উত্তর প্রদেশ

১৭. শ্রীপাদ নায়েক (বিজেপি)- গোয়া

১৮. কিরণ রিজিজু (বিজেপি)- অরুণাচল প্রদেশ

১৯. বিএল ভার্মা (বিজেপি)- উত্তর প্রদেশ

২০. কমলেশ পাসোয়ান (বিজেপি)- উত্তর প্রদেশ

২১. রবনীত সিং বিট্টু (বিজেপি)-পাঞ্জাব

২২. রামনাথ ঠাকুর (জেডিইউ)- বিহার

২৩. ডি কে অরুণা (বিজেপি)- তেলঙ্গানা

২৪. এইচডি কুমারস্বামী (জেডিএস)- কর্নাটক

২৫. এস জয়শঙ্কর (বিজেপি)- কর্নাটক

২৬. নির্মলা সীতারমন (বিজেপি)- কর্নাটক

২৭. ভূপেন্দ্র যাদব (বিজেপি)- রাজস্থান

২৮. রাও ইন্দ্রজিৎ (বিজেপি)- গুরগাঁও

29. গিরিরাজ সিং (বিজেপি)- বিহার

৩০. ধর্মেন্দ্র প্রধান (বিজেপি)- ওড়িশা

৩১. অর্জুন রাম মেঘওয়াল (বিজেপি)- রাজস্থান

৩২. অন্নপূর্ণা দেবী (বিজেপি)- ঝাড়খণ্ড

৩৩. কৃষ্ণ পাল গুর্জার (বিজেপি)- হরিয়ানা

৩৪. মনোহরলাল খট্টর (বিজেপি)- হরিয়ানা

৩৫. হরদীপ সিং পুরী (বিজেপি)- উত্তর প্রদেশ

৩৬. অশ্বিনী বৈষ্ণব (বিজেপি)- ওড়িশা

৩৭. পবিত্র মার্গারিটা (বিজেপি)- ওড়িশা

৩৮. নিত্যানন্দ রাই (বিজেপি)- বিহার

৩৯. সুকান্ত মজুমদার (বিজেপি)- পশ্চিমবঙ্গ

৪০. অনুপ্রিয়া পটেল- (আপনা দল)- উত্তর প্রদেশ

৪১. সিআর পাটিল (বিজেপি)- গুজরাট

৪২. এল মুরুগান (বিজেপি)- কর্নাটক

৪৩. জিতিন প্রসাদ (বিজেপি)- উত্তর প্রদেশ

৪৪. জিতেন্দ্র সিং (বিজেপি)- জম্মু

৪৫. রাম মোহন নাইডু (টিডিপি)- অন্ধ্রপ্রদেশ

৪৬. ​​বান্দি সঞ্জয় (বিজেপি)- তেলঙ্গানা

৪৭. শ্রীনিবাস ভার্মা (বিজেপি)- অন্ধ্রপ্রদেশ

৪৮. শিবরাজ চৌহান (বিজেপি)- মধ্যপ্রদেশ

৪৯. পি. চন্দ্রশেখর (টিডিপি)- অন্ধ্রপ্রদেশ

৫০. হর্ষ মালহোত্রা (বিজেপি)- দিল্লি

৫১. সঞ্জয় শেঠ-বিজেপি-ঝাড়খণ্ড

৫২. রক্ষা খড়সে (বিজেপি)- মহারাষ্ট্র

৫৩. পিসি মোহন (বিজেপি)- কর্নাটক

৫৪. জিতন রাম মাজি (হাম)- বিহার

৫৫. সতীশ দুবে (বিজেপি)- বিহার

৫৬. রাজভূষণ নিষাদ (বিজেপি)- বিহার

৫৭. বি সোমান্না (বিজেপি)- কর্নাটক

58. বীরেন্দ্র খটিক (বিজেপি)- মধ্যপ্রদেশ