Tornedo Viral Video: ডলফিন দেখতে গিয়েছিলেন চিলকায়, কিন্তু এমন অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকবেন ভাবেননি কেউ! আত্মারাম খাঁচাছাড়া হল ভয়ে…
Chilika Lake Tornedo: কালিজাই দেবীর মন্দিরের দিকে, যাকে চিলকা হ্রদের দেবী হিসাবে পুজো করা হয়, সেদিক থেকে টর্নেডো এগিয়ে আসতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদে বয়ান অনুযায়ী, সেই সময় প্রায় একশোরও বেশি পর্যটক বোটে ভ্রমণ করছিলেন সাইটসিয়িংয়ের জন্য। হঠাৎ তারা লক্ষ্য করেন যে দক্ষিণ-পশ্চিম দিকে পাক খাচ্ছে টর্নেডো।

ভুবনেশ্বর: তখন পর্যটকদের বেশ ভিড়। সবাই এসেছেন ডলফিন দেখতে। অনেক বোট হ্রদের মাঝখানেও পৌঁছে গিয়েছিল। হঠাৎ চোখে এল হ্রদের কোণে একটি জিনিস। প্রথমে বুঝতে না পারলেও, সেই ঘূর্ণি যখন এগিয়ে আসতে থাকল বোটগুলির দিকেই, তখন আত্নারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় পর্যটকদের। চিলকা হ্রদে টর্নেডো!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টর্নেডোর ভিডিয়ো। বিদেশে নয়, ভারতেই টর্নেডো, তাও আবার পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় চিলকা হ্রদে। এই দৃশ্য দেখে একদিকে যেমন পর্যটকরা অবাক হয়েছে, তেমনই আবার ভয়ও পেয়েছেন হ্রদে ডুবে যাওয়ার।
Massive rare Tornado struck Odisha’s coast out of nowhere. Stunned everyone pic.twitter.com/eUempKdRxc
— desi mojito (@desimojito) October 11, 2025
ওড়িশা উপকূলবর্তী রাজ্য হওয়ায়, এখানে সাইক্লোন, টাইফুন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষত, বর্ষা বিদায়ের সময় অনেক সময়ই ঘূর্ণাবর্তের প্রভাবে সাইক্লোন হয়। কিন্তু টর্নে়ডো? অধিকাংশ মানুষের কাছেই এই দৃশ্য বিরল ছিল। তারা আগে কখনও দেখেননি যে এভাবে জলের উপরে বাতাস কুণ্ডলী পাকিয়ে ধেয়ে আসছে।
জানা গিয়েছে, কালিজাই দেবীর মন্দিরের দিকে, যাকে চিলকা হ্রদের দেবী হিসাবে পুজো করা হয়, সেদিক থেকে টর্নেডো এগিয়ে আসতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদে বয়ান অনুযায়ী, সেই সময় প্রায় একশোরও বেশি পর্যটক বোটে ভ্রমণ করছিলেন সাইটসিয়িংয়ের জন্য। হঠাৎ তারা লক্ষ্য করেন যে দক্ষিণ-পশ্চিম দিকে পাক খাচ্ছে টর্নেডো। দেখেই আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি বোট ঘুরিয়ে পাড়ে নিয়ে যেতে বলেন।
প্রসঙ্গত, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হলে বা তারতম্য হলে, উষ্ণ-আর্দ্র বাতাসের সঙ্গে ঠান্ডা বাতাস মিশলে তখন টর্নেডো তৈরি হয়। অনেকটা হাতির শুঁড়ের মতো হয় বলে, স্থানীয় ভাষায় একে ‘হাতিসুন্ধ’ বলে। চিলকা হ্রদে তৈরি হওয়া এই টর্নেডো কয়েক মিনিট স্থায়ী হয়েছিল, তারপর তা মিলিয়ে যায়।
