Wife Sharing: প্রমোশন চাই, তা বলে নিজের বউকে এভাবে ব্যবহার!

অভিযোগকারিণী মধ্য প্রদেশের ইন্দোরের বাসিন্দা। মহারাষ্ট্রের পুণে জেলার এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছিল তাঁর।

Wife Sharing: প্রমোশন চাই, তা বলে নিজের বউকে এভাবে ব্যবহার!
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 7:30 AM

ইন্দোর: দেশের বিভিন্ন প্রান্তে একাধিক যৌন হেনস্থার ঘটনা সামনে আসে। এর মধ্যে গার্হ্যস্থ হিংসার ঘটনাও রয়েছে। সম্প্রতি এক মহিলা নিজের স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। ওই মহিলার অভিযোগ, অফিসে দ্রুত প্রোমোশন পেতে বসের শয্যাসঙ্গিনী হতে বাধ্য তাঁকে বাধ্য করেছেন স্বামী। এমনকি অন্যান্য আর্থিক সুবিধার জন্যও তাঁকে অন্য পুরুষের সঙ্গে সঙ্গম করতে স্বামী বাধ্য করেছেন বলে অভিযোগ। ওই মহিলার অভিযোগ, বিয়ের শুরুতে এই সমস্যা ছিল না। কিন্তু সম্প্রতি তাঁর স্বামী অসৎ সঙ্গে পড়েছেন এবং তার পর থেকেই তাঁকে এই ধরনের অনৈতিক কাজ করতে বাধ্য করতেন। এর পাশাপাশি নিজের দেওয়ের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ এনেছেন ওই মহিলা। এর প্রতিবাদ করায় স্বামী ও দেওর তাঁকে মারধর করেছেন বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। এর পর মামলা দায়ের করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযোগকারিণী মধ্য প্রদেশের ইন্দোরের বাসিন্দা। মহারাষ্ট্রের পুণে জেলার এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছিল তাঁর। মহিলার অভিযোগ, সম্প্রতি কিছু অসৎ লোকের সঙ্গে জড়িয়েছেন তাঁর স্বামী। তার পর থেকেই অনৈতিক কাজকর্মে লিপ্ত হচ্ছেন এবং তাঁকেও বাধ্য করছেন। অফিসে প্রোমোশন পেতে বসের সঙ্গেও তাঁকে শুতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। ওই মহিলার আরও অভিযোগ, তাঁর মেয়ের সামনেই তাঁর দেওর তাঁকে যৌন অঙ্গিভঙ্গি করেন। একাধিক বার তাঁকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ। প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওই মহিলার।

এই অত্যাচারে নাজেহাল হয়ে গত বছর মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে এসেছিলেন ওই মহিলা। সেখানে এসে নিজের মাকে সব ঘটনা জানান ওই মহিলা। বিষয়টি নিয়ে ইন্দোর থানায় জানানো হয়। তখন পুলিশ ইন্দোরে ডেকে পাঠান ওই মহিলার স্বামীকে। তখন এই ধরনের কাজ না করার আশ্বাস দেন অভিযুক্ত ব্যক্তি। ওই মহিলাও ফিরে গিয়েছিলেন পুণেতে। অভিযোগ ফের অত্যাচার শুরু হয় মহিলার উপর। এর পর ফের সেখান থেকে বাপের বাড়ি ইন্দোরে ফিরে আসেন। এবং আদালতে মামলা করেন ওই মহিলা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ওই মহিলার স্বামী, দেওর ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।