AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Voter Card-এ যদি Mobile Number লিঙ্ক করা না থাকে তাহলে ফিলআপ করতে পারবেন Enumeration Form?

Mobile Number, Voter Card, Enumeration Form Online: এপিক কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলআপ করতে বেশ সমস্যায় পড়তে পারেন ভোটাররা। যদিও অফলাইনে যাঁরা ফিলআপ করছেন তাঁদের এই মোবাইল নম্বর লিঙ্ক না থাকলেও কোনও সমস্যা হবে না।

Voter Card-এ যদি Mobile Number লিঙ্ক করা না থাকে তাহলে ফিলআপ করতে পারবেন Enumeration Form?
মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে কী সমস্যা?
| Updated on: Nov 09, 2025 | 1:30 PM
Share

দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। অফলাইনের পাশাপাশি অনলাইনেও করা যাবে এই ফর্ম ফিলআপ। তবে অনলাইনে চাইলেও সকলে ফর্ম ফিলআপ করতে পারবেন না। কমিশন ইতিমধ্যেই সেই বিষয়টা জানিয়ে দিয়েছে যে কারা অনলাইনে ফর্ম ফিলআপ করতে পারবেন। কমিশনের অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিলআপ করা যাবে।

কমিশন জানিয়েছে যাঁরা বুথ লেভেল অফিসারের থেকে ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনে ফর্ম ফিলআপ করে ফেলতে পারবেন। অনলাইনে একই পদ্ধতিতে ফর্ম ফিলআপ করতে হবে। যেভাবে বিএলওর সামএন বসে আপনি অফলাইনে ফর্ম ফিলআপ করবেন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে অর্থাৎ https://ceowestbengal.wb.gov.in/ -এই ওয়েবসাইটে অনলাইন এনুমারেশন ফর্ম পাওয়া যাচ্ছে। কিন্তু অনলাইনে যদি কেউ এই ফর্ম ফিলআপ করতে চায় তার এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বর বা ইমেল আইডি লিঙ্ক থাকতে হবে। আর এই লিঙ্ক না থাকলে কিন্তু অনলাইনে এই এনুমারেশন ফর্ম ফিলআপ করতে বেশ সমস্যায় পড়তে পারেন ভোটাররা। যদিও অফলাইনে যাঁরা ফিলআপ করছেন তাঁদের এই মোবাইল নম্বর লিঙ্ক না থাকলেও কোনও সমস্যা হবে না বলে জানা গিয়েছে।

মূলত যে সব মানুষ কাজের সূত্রে বাইরে থাকেন তাঁরাই অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলআপ করতে পারবেন। মঙ্গলবার অর্থাৎ, ৪ তারিখ থেকেই অফলাইনের পাশাপাশি অনলাইনে এনুমারেশন ফর্ম চালু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কমিশনের কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই দিন থেকে ফর্ম চালু করা যায়নি। অবশেষে, শুক্রবার ৭ নভেম্বর থেকে সেই অনলাইন ফর্ম চালু হল।