AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

In Depth: আপনার বাড়ির জলে লুকিয়ে নেই তো মস্তিষ্ক-খেকো অ্যামিবা?

Brain Eating Amoeba: কেরল সরকারের তথ্য অনুযায়ী, 'ব্রেন ইটিং অ্যামিবা' বা PAM সম্পূর্ণ নার্ভাস সিস্টেমকেই প্রভাবিত করে। এই সংক্রমণে আক্রান্ত হলে, ব্রেন টিস্যু ক্ষতিগ্রস্থ হয়। ফুলে যায় ব্রেন। অধিকাংশ ক্ষেত্রেই এই সংক্রমণে মৃত্যু হচ্ছে। অত্যন্ত বিরল এই সংক্রমণ।

In Depth: আপনার বাড়ির জলে লুকিয়ে নেই তো মস্তিষ্ক-খেকো অ্যামিবা?
| Updated on: Sep 20, 2025 | 11:12 AM
Share

করোনা ভাইরাস, নিপা ভাইরাস- একের পর এক সংক্রমণ। এই সমস্ত সংক্রমণের মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে। ভারতে এই সমস্ত সংক্রমণই ছড়িয়েছে কেরল থেকে। এবার প্রশ্ন হল, কেন হঠাৎ কেরলের কথা আসছে কেন? কারণ সেই রাজ্যে আবার ছড়াচ্ছে এক মারণ সংক্রমণ। ভয়ঙ্কর এক প্যাথোজেন খেয়ে নিচ্ছে মস্তিষ্ক। সঠিক সময়ে যদি সংক্রমণ ধরা না পড়ে, তাহলে মৃত্যু নিশ্চিত। কেরলে ইতিমধ্যেই ৬১ জন আক্রান্ত হয়েছেন ‘ব্রেন ইটিং অ্যামিবা’-এ। মৃত্যু হয়েছে ১৯ জনের। এরপরই সকলের মনে ভয় তৈরি হয়েছে, এই রাজ্যেও ঢুকে পড়বে না তো এই মারণ প্যাথোজেন? কেরলের স্বাস্থ্য দফতর জারি করেছে বিশেষ সতর্কতা। দক্ষিণী রাজ্যে ছড়িয়ে পড়ছে এক ভয়ঙ্কর প্যাথোজেন, যার নাম প্রাইমারি অ্যামোবিক মেনিঙ্গোএনসেফালাইটিস...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন