In Depth on La Nina: লেপ-কম্বল তৈরি রাখুন, কলকাতায় এবার বরফের মতো ঠান্ডা পড়বে!
La Nina Effect on Weather: লা নিনার প্রভাবে ভারতে জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হতে পারে এই বছরে। রেকর্ড হারে নামতে পারে তাপমাত্রার পারদ। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ৫৩ শতাংশ সক্রিয় হতে পারে লা নিনা। ২০২৫ সালের শেষভাগে তা বেড়ে ৫৮ শতাংশ হতে পারে।

ছোটবেলায় পাঠ্য বইতে সবাই পড়েছেন ছয় ঋতুর কথা। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এমনিতে এই ৬টার মধ্যে ভালভাবে অনুভব করা যায় তিনটে ঋতুকে। তা কেবল আজ নয়,বেশ অনেককাল ধরেই। আর এই শীত, গ্রীষ্ম , বর্ষার মাঝ দিয়ে কখন যে বাকি তিনটি ঋতু চলে যায়, তা বোঝাই দায়। সমতলের বাসিন্দারা মোটের ওপর গ্রীষ্মপ্রধান দেশে শীত ও বর্ষা বেশ খানিকটা উপভোগ করে আসছে বহু বছর ধরে। কিন্তু সাম্প্রতিককালে চরম ভাবাপন্ন আবহাওয়াতে ক্রমশ অভ্যস্ত হতে হচ্ছে। মানে যখন গরম, তখন প্রবল গরম। সঠিক সময়ে বর্ষা আসছে না। আবার বিলম্বিত লয়ে তিনি যখন প্রবেশ করছেন, তখন দীর্ঘ সময় ধরে থাকছেন তো থাকছেন। কখনও বা ঘোর শরৎকালেও বৃষ্টি নেমে পড়ছে। এমন অনেক বছর কেটেছে, যখন শীতকাল তেমন মালুমই করা যায়নি। অর্থাৎ সবমিলিয়ে এক মহা গোলমেলে গোলকধাঁধা। যা হচ্ছে, তা চরম আকারে হচ্ছে। প্রকৃতির এই চরম খামখেয়ালিপনায় এই বছর নতুন যোগ হতে চলেছে প্রবল ঠান্ডা। মানে ভারতবাসী এবার দীর্ঘ সময় ধরে ঠকঠক করে কাঁপবেন। আর...
