উত্তরাখণ্ডের আউলিতে চলছে ভারত ও মার্কিন সেনার যৌথ মহড়া, 'যুদ্ধ অভ্যাস ২০২২'।
ভারত সরকার জানিয়েছে, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য, দুই দেশের সেনাদের মধ্যে প্রশিক্ষণ, কৌশল এবং বিভিন্ন ধরনের দক্ষতার আদানপ্রদান করা।
গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কাতে এই ধরনের যৌথ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এবার সেই শিবির হচ্ছে উত্তরাখণ্ডে।
এই মহড়ায় অংশগ্রহণ করছে ভারতীয় সেনার অসম রেজিমেন্ট।
অসম রেজিমেন্টের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে মার্কিন সেনার ১১তম এয়ারবর্ন ডিভিশনের দ্বিতীয় ব্রিগেডের সৈন্যরা।
'যুদ্ধ অভ্যাসে' অংশ নিতে দেখা গিয়েছে 'অর্জুন' নামে একটি বাজপাখিকেও। এই বাজপাখিটিকে ভারতীয় সেনাবাহিনী প্রশিক্ষণ দিয়েছে শত্রুপক্ষের ড্রোনে হামলা চালানোর জন্য।
এই শিবিরে এম-১৭ হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। এই হেলিকপ্টারগুলি রাশিয়ায় তৈরি করা হয়েছে।
এই ধরনের যৌথ প্রশিক্ষণের শিবির ভারতের সেনাবাহিনীর আরও মনোবল বাড়াবে বলে মত বিশেষজ্ঞদের।