IT department: আইন বা অ্যাকাউন্টেন্সি স্নাতক? আয়কর বিভাগে চাকরির দারুন সুযোগ, মাসে বেতন ৪০,০০০
IT department vacancy: ৫০ জন তরুণ আইন এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি স্নাতককে নিয়োগ করবে আয়কর বিভাগ। তবে এই নিয়োগ করা হবে অস্থায়ীভাবে। আগ্রহী প্রার্থীদের বয়স ৩৫ বছরের বেশি হওয়া চলবে না।
নয়া দিল্লি: আয়কর আপিল ট্রাইব্যুনালে (ITAT) হওয়া মামলাগুলির ক্ষেত্রে, বিভাগীয় কর্মকর্তাদের সহায়তা করার জন্য ৫০ জন তরুণ আইন এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি স্নাতককে নিয়োগ করবে আয়কর বিভাগ। তবে এই নিয়োগ করা হবে অস্থায়ীভাবে। আগ্রহী প্রার্থীদের বয়স ৩৫ বছরের বেশি হওয়া চলবে না। ‘তরুণ পেশাদার প্রকল্প ২০২৩’-এর অংশ হিসাবে আয়কর বিভাগের বিভিন্ন ফিল্ড অফিসে এই তরুণদের নিয়োগ করা হবে। বেতন মাসে ৪০,০০০ টাকা। আইটিএটি-তে বিভাগীয় প্রতিনিধিত্ব বৃদ্ধি করার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। আয়কর বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, “এই পদগুলিতে নিযুক্তরা বিভাগীয় কর্মকর্তাদের ট্রাইব্যুনালগুলিতে শুনানির জন্য প্রস্তুতিতে সহায়তা করবে। উপরন্তু, মোকদ্দমাগুলি পরিচালনার জন্য আয়কর আইনের বিভিন্ন ক্ষেত্রের গবেষণা ও অধ্যয়নের কাজও করতে হবে তাদের।”
আয়কর বিভাগ জানিয়েছে, কর বিভাগের তালিকাভুক্ত মামলাগুলির নথিপত্র অধ্যয়ন করবেন এই তরুণ পেশাদাররা। রায় যাতে আয়কর বিভাগের পক্ষে আসে, তা নিশ্চিত করতে হবে তাঁদের। নথিপত্র পড়ে প্রয়োজনীয় তথ্যাবলী চিহ্নিত করতে হবে, বাছতে হবে। দেশের বিভিন্ন আয়কর আপিল ট্রাইব্যুনালের বেঞ্চে কমিশনার হিসেবে যে বিভাগীয় কর্তারা থাকবেন, তাদের জন্য ওই সকল তথ্যের বিষয়ে নোট তৈরি করে দিতে হবে। বর্তমানে দেশের ২৭টি শহরে ৬০টিরও বেশি বেঞ্চ রয়েছে আয়কর আপিল ট্রাইব্যুনালের। প্রাথমিকভাবে, এই ব্যক্তিদের এক বছরের জন্য নিযুক্ত করা হবে। এই সময়ে তাদের কাদের মূল্যায়ন করা হবে। তাদের কাজ সন্তোষজনক হলে, মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হবে। কর বিভাগের নীতি নির্ধারণ করে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস। দুই বছর পর ‘তরুণ পেশাদার প্রকল্প ২০২৩’-এর মূল্যায়ন করবে এই বোর্ড।
আয়কর বিভাগ আরও জানিয়েছে, যাদের নিযুক্ত করা হবে, তাদের ইন্ডিয়ান অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ মেনে কাজ করতে হবে। অর্থাৎ এই আইন না মানলে, আইনটির বিধান মেনে শাস্তি পেতে হবে তাদের। কাজের স্বার্থে তারা যে সমস্ত তথ্য সংগ্রহ করবে, সেই সম্পর্কে কোনও তথ্য কারও কাছে প্রকাশ করা যাবে না। এই বিষয়ে তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। কর বিভাগ জানিয়েছে, এই তথ্যগুলি সকলের জানার কথা নয়। এই ক্ষেত্রে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে কর বিভাগের মুম্বই শাখায়। মোট ১২ জনকে নিয়োগ করা হবে এখানে। এছাড়া দিল্লিতে ৯, গুজরাটে ৫ টি শূন্যপদ রয়েছে। বাকি গুলি দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে রয়েছে। ২ অগস্ট এই বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করেছে কর বিভাগ। চলতি মাসের মধ্যেই এই ৫০ জনকে নির্বাচন করে মেধা তালিকা প্রকাশ করা হবে।