Indo-Pakistan: তিন দশকের নিয়ম, পারমাণবিক ইনস্টলেশনের তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান
Indo-Pakistan: দুই দেশের মধ্যে পারমাণবিক ইনস্টলেশন ও সুবিধার তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান। গত ৩ দশক ধরে দুই দেশের মধ্যে এই বিনিময় চলছে।
নয়া দিল্লি: নতুন বছরের প্রথম দিনে রবিবার ভারত (India) ও পাকিস্তান (Pakistan) নিজেদের পারমাণবিক ইনস্টলেশন (Atomic Installation) ও সুবিধার (Facilities) একটি তালিকা বিনিময় করল পরস্পরের মধ্যে। দুই দেশের মধ্যে পারমাণবিক ইনস্টলেশন ও সুবিধাগুলির বিরুদ্ধে কোনও আক্রমণ না করার চুক্তির আওতায় প্রতি বছরই এই তালিকা বিনিময় করে থাকে দুই দেশ। সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, এই চুক্তি মোতাবেক নিজেদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের এক তালিকা বিনিময় করল দুই দেশই।
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওভাবে শত্রুতা বাড়লে এবং পরিস্থিতি গোলাগুলির পর্যায়ে পৌঁছে গেলে এই পারমাণবিক স্থাপনাগুলিকে কোনওভাবে আক্রমণ করা যাবে না। প্রতি বছরেই এই তালিকা বিনিময় হয়ে থাকে দুই প্রতিবেশী দেশের মধ্যে। গত তিন দশকের বেশি সময় ধরে এই প্রথা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে।
১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত পারমাণবিক ইনস্টলেশন এবং সুবিধাগুলির বিরুদ্ধে আক্রমণ নিষিদ্ধ করার চুক্তির অনুচ্ছেদ-II অনুযায়ী দুই দেশের বিভিন্ন পারমাণবিক ইনস্টলেশনের তালিকা বিনিময় হল। এই চুক্তি অনুযায়ী, দুই দেশকে নিজেদের বিভিন্ন পারমাণবিক সুবিধা সম্পর্কে জানাতে হবে। ১৯৯২ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম চলে আসছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, “চুক্তি অনুসারে পাকিস্তানের পরমাণু ইনস্টলেশন ও সুবিধাগুলির তালিকা আনুষ্ঠানিকভাবে রবিবার বিদেশ মন্ত্রকে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।” এদিকে ভারতের বিদেশ মন্ত্রকও নয়া দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের প্রতিনিধির হাতে দেশের পারমাণবির ইনস্টলেশনের একটা তালিকা তুলে দেন।
এছাড়াও কোন দেশের কাছে হেফাজতে অন্য দেশের কারাবন্দি রয়েছে এবং মৎস্যজীবী রয়েছে তারও হিসেব দেওয়া হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের ৩৩৯ জন নাগরিক ও ৯৫ জন মৎস্যজীবী ভারতের হেফাজতে রয়েছে। এদিকে গত কয়েক বছর ধরে কাশ্মীর ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা জারি রয়েছে। এই আবহেই দুই দেশ এই তালিকা বিনিময় করল।