PM Narendra Modi: ‘ভারত সবসময় মলদ্বীপের পাশে রয়েছে’, মুইজ্জুকে পাশে নিয়ে বললেন মোদী
PM Narendra Modi: রবিবার ভারতে সফরে এসেছেন মুইজ্জু। দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কিরীটি বর্ধন সিং। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকও করেন মুইজ্জু। এদিন সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাজঘাটে যান মলদ্বীপের প্রেসিডেন্ট। গান্ধীজির সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
নয়াদিল্লি: একসময় তাঁর একাধিক পদক্ষেপে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়েছিল। সেসব এখন অতীত। ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে উদ্যোগী হয়েছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। চারদিনের সফরে রবিবার সস্ত্রীক তিনি ভারতে এসেছেন। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন। ভারত যে সবসময় মলদ্বীপের পাশে রয়েছে, বৈঠক শেষে সেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। ভবিষ্যতে দুই দেশ একাধিক প্রকল্পে একসঙ্গে কাজ করবে বলে তিনি ঘোষণা করলেন।
গত বছরের নভেম্বরে মলদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচিত হন মুইজ্জু। তারপর তাঁর একাধিক সিদ্ধান্তে ভারত-মলদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠে। দ্বিপাক্ষিক সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় মুইজ্জুকে। গত ৯ জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেন মোদী। সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দিল্লি এসেছিলেন মলদ্বীপের প্রেসিডেন্ট। এরপর অগস্টে মলদ্বীপে যান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তখনই মুইজ্জু ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার কথা জানিয়েছিলেন।
আর রবিবার ভারতে সফরে এসেছেন মুইজ্জু। দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কিরীটি বর্ধন সিং। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকও করেন মুইজ্জু। এদিন সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাজঘাটে যান মলদ্বীপের প্রেসিডেন্ট। গান্ধীজির সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা দেওয়া হয় মলদ্বীপের প্রেসিডেন্টকে। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তারপর এদিন দিল্লির হায়দরাবাদ হাউসে মুইজ্জুর সঙ্গে বৈঠক করেন মোদী। বৈঠক শেষে মলদ্বীপকে ভারতের ঘনিষ্ঠ বন্ধু দেশ বলে উল্লেখ করেন। আর্থিক এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে মলদ্বীপের পাশে সবসময় ভারত থেকেছে বলে মন্তব্য করেন মোদী। তিনি বলেন, করোনার সময় মলদ্বীপের পাশে দাঁড়িয়েছে ভ্যাকসিন পাঠিয়েছে ভারত। ভ্যাকসিন কিংবা পানীয় জল হোক, ভারত সবসময় ভাল প্রতিবেশীর ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভারতের বেঙ্গালুরু ও মলদ্বীপের আড্ডুতে দুই দেশের দূতাবাস খোলা নিয়ে আলোচনা হয়েছে বলে মোদী জানান। অন্যদিকে ভারতকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেন মুইজ্জু।