Air Force Fighter Jet Crash: আবার বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল বায়ুসেনার ফাইটার জেট
Fighter Jet Crash: জানা গিয়েছে, রাজস্থানের চুরুতে বায়ুসেনার একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। দুর্ঘটনায় যুদ্ধবিমানের পাইলটের মৃত্যুর খবর মিলেছে।

জয়পুর: বড় দুর্ঘটনা, ভেঙে পড়ল বায়ুসেনার ফাইটার জেট। রাজস্থানের চুরুতে বায়ুসেনার একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। দুর্ঘটনায় যুদ্ধবিমানের দুই পাইলটের মৃত্যুর খবর মিলেছে। কীভাবে বিমানটি ভেঙে পড়ল, তাও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।
রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে একটি জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়েছে। ধ্বংসাবশেষের মধ্যেই পাইলটের মৃতদেহ মিলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে হঠাৎ মাঝ আকাশে বিকট শব্দ শোনা যায়। তারপরই সামনের ক্ষেত থেকে কালো ধোঁয়া ও আগুন উড়তে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা যখন দৌড়ে ঘটনাস্থলে পৌঁছন, তখন দেখেন সম্পূর্ণ জ্বলে গিয়েছে বিমানটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।
এরপর স্থানীয় পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীও। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। নিহত পাইলটদের পরিচয় জানার চেষ্টা চলছে।
#BREAKING: Army Plane/Fighter jet (Confirmation awaited) has crashed in Bhanuda village, Churu district, Rajasthan. Rescue teams are on-site and emergency protocols have been activated. Details about the pilot and cause of the crash are awaited. pic.twitter.com/eyAf5SX4Nz
— Bishwajeet Maurya (@bishwamaurya_) July 9, 2025

