Indian Judiciary: এবার বিচার করবে AI, ভারতীয় বিচারব্যবস্থায় আসতে চলেছে বিপ্লব!
Artificial Intelligence: আদালত মানেই অনেকের কাছে 'তারিখ পে তারিখ'। আর এবার একাধিক মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। আর হয়তো সেই কারণেই মামলার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করার এই সিদ্ধান্ত।

আজকের যুগে প্রায় সব কাজই করে ফেলে এআই। না এই কথা আমরা বলছি না। বলছেন গুগলের বিজ্ঞানীই। বেশিরভাগ গতানুগতিক কাজেই এআই মানুষকে অনায়াসে টেক্কা দেবে। আব্র এবার ভারতীয় বিচারব্যবস্থায় আসতে চলেছে সেই এআই। কী ভাবছেন? এবার থেকে এজলাসে বসবে রোবট, অভিযুক্ত আর অভিযোগকারীর বক্তব্য শুনে তাৎক্ষণিক রায় দেবে না পর্যবেক্ষণ জানাবে? না এমন হবে না। বিচারকরাই বিচার করবে কিন্তু তাঁদের কাজের মধ্যে ইমপ্লিমেন্ট করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে।
আদালত মানেই অনেকের কাছে ‘তারিখ পে তারিখ’। আর এবার একাধিক মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। আর হয়তো সেই কারণেই মামলার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করার এই সিদ্ধান্ত। ২০১৯ সালে এস্টোনিয়া এমন রোবো বিচারক প্রথমবারের জন্য ব্যবহার করে। তখনও যদিও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এত রমরমা দেখা যায়নি। পরবর্তীতে মেশিন লার্নিং ব্যবহার করে বিচার ব্যবস্থার সঙ্গে এআই ইন্টিগ্রেশন করেছে।
কিন্তু ভারত কী ভাবছে? আসলে কেন্দ্র ভাবছে আদালতের সঙ্গে ইন্টিগ্রেটেড এআই পুরনো মামলার রায় বা কোনও জরুরি তথ্য চট করে খুঁজে দিয়ে সেই সময় বাঁচাবে। আপাতত নিম্ন আদালতগুলোতে এই এআই ব্যবহার করা হবে। এ ছাড়াও জানা গিয়েছে খুচরো অপরাধ ও জমি মামলায় ব্যবহার করা হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবং এই প্রযুক্তি ব্যবহার করার জন্য বিচারকদের বিদেশে পাঠানো হতে পারে।
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলছেন, ‘বিচারপতিকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করতে পারে এআই। কিন্তু বিচার করতে হবে বিচারপতিকেই কারণ হিউম্যান ইন্টেলিজেন্সের উপর আর কিছু হয় না’।
