Indian Navy: চিনের দাবি করা সাগরে মহড়া করে চমকে দিল ভারত নৌসেনা!
Navy: এই বিশেষ এক্সারসাইজ প্যাসিফিক রিচ ২০২৫-এর আয়োজন করা হয়েছিল সিঙ্গাপুরে। এই মেটিং চলাকালীন সময়ে নৌবাহিনী সাবমেরিনে প্রবেশ করে তা উদ্ধার করার পর পর ধাপগুলি মহড়ার প্রদর্শন করে। টানা তিন দিন তিনটি সফল মেটিং সম্পন্ন হয়েছে। যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল দূরে নিয়ন্ত্রিত জাহাজের সঙ্গে মেটিং। নৌবাহিনী সূত্রে খবর, এর মাধ্যমে ক্রমবর্ধমান বৈশ্বিক উদ্ধার ক্ষমতা প্রদর্শিত হয়েছে।

নৌবাহিনী দক্ষিণ চিন সাগরে সফলভাবে বিদেশি সাবমেরিনের সঙ্গে মেটিং সম্পন্ন করল নৌবাহিনী। মেটিং অর্থাৎ যৌথভাবে সাগরের বুকে নির্দিষ্ট মিশন সম্পন্ন করা, এবং নিজের শক্তি প্রদর্শন করা।
এই বিশেষ এক্সারসাইজ প্যাসিফিক রিচ ২০২৫-এর আয়োজন করা হয়েছিল সিঙ্গাপুরে। এই মেটিং চলাকালীন সময়ে নৌবাহিনী সাবমেরিনে প্রবেশ করে তা উদ্ধার করার পর পর ধাপগুলি মহড়ার প্রদর্শন করে। টানা তিন দিন তিনটি সফল মেটিং সম্পন্ন হয়েছে। যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল দূরে নিয়ন্ত্রিত জাহাজের সঙ্গে মেটিং। নৌবাহিনী সূত্রে খবর, এর মাধ্যমে ক্রমবর্ধমান বৈশ্বিক উদ্ধার ক্ষমতা প্রদর্শিত হয়েছে।
নতুনভাবে কমিশনপ্রাপ্ত বিশেষ সাবমেরিন উদ্ধার জাহাজ আইএনএস নিস্তার একাধিক উদ্ধার অভিযানে অংশ নেয়। এটি গভীর সমুদ্র উদ্ধার যান (DSRV)-এর ‘মাদারশিপ’ হিসেবে ভূমিকা পালন করে। ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় নৌবহরের ফ্ল্যাগ অফিসার কমান্ডিংয়ের কমান্ড এবং নিয়ন্ত্রণে পরিচালিত আইএনএস নিস্তার, মহড়ায় অংশগ্রহণের জন্য ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের চাঙ্গিতে তার প্রথম নোঙর করে।
দক্ষিণ চিন সাগরে আয়োজিত এই মহড়ায় ৪০টি দেশ অংশ নেয়, যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্র এবং জাপানও। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর হয় সাবমেরিন অথবা সাবমেরিন উদ্ধার জাহাজ মোতায়েন করে এই সময়।
এর আগে ১৫ সেপ্টেম্বর, নৌসেনাকর্তারা জানিয়েছিলেন সমুদ্র পর্বে ভারতীয় নৌবাহিনীর দেশীয়ভাবে ডিজাইন করা এবং নির্মিত ডাইভিং সাপোর্ট ভেসেল এবং সাবমেরিন রেসকিউ ইউনিট (পূর্ব) দক্ষিণ চীন সাগরে অংশগ্রহণকারী সম্পদের সঙ্গে “বহুবিধ হস্তক্ষেপ এবং উদ্ধার অভিযানে” নিযুক্ত থাকবে।
প্রসঙ্গত, ঠিক যে সময়ে চিন দক্ষিণ চিন সাগরে মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, ব্রুনেই এবং তাইওয়ানের সঙ্গে একতরফাভাবে সমুদ্রের উপর দাবি জানাচ্ছে, সেই সময় এই পদক্ষেপ কূটনৈতিক ভাবে উল্লেখযোগ্য বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
