AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway: আগামিকাল থেকে দিতে হবে বেশি দাম! ট্রেনের ভাড়ার নতুন কাঠামোয় কতটা চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে?

Indian Railway Fare Increased: সেকেন্ড ক্লাস অর্ডিনারি ট্রেনে প্রথম ৫০০ কিলোমিটারের যাত্রায় কোনও বাড়তি টাকা দিতে হবে না যাত্রীকে। আগে ট্রেন নির্বিশেষে যে ভাড়া নেওয়া হত, এখনও তাই নেওয়া হবে। তবে ৫০০ কিলোমিটারের উপরে যাত্রা করলে ৫ টাকা করে ভাড়া বাড়ানো হবে।

Indian Railway: আগামিকাল থেকে দিতে হবে বেশি দাম! ট্রেনের ভাড়ার নতুন কাঠামোয় কতটা চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে?
Image Credit: Getty Image
| Edited By: | Updated on: Jun 30, 2025 | 5:58 PM
Share

নয়াদিল্লি: দিন পেরলেই বাড়বে রেলের ভাড়া। শেষবার ২০২০ সালে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে যাত্রী ট্রেনের ভাড়া বাড়িয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। সোমবার পাঁচ বছরের মাথায় আবার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় রেলমন্ত্রক। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল আগামিকাল থেকে নতুন ভাড়ার কাঠামো মেপে ছুটবে ট্রেন।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে রেলমন্ত্রক জানিয়েছে, মেইল ও এক্সপ্রেসের ক্ষেত্রে নন এসি দ্বিতীয় শ্রেণির কামরা থেকে প্রথম শ্রেণির কামরায় প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়ানো হবে। অন্য়দিকে, এসি চেয়ার কেয়ার থেকে এসি প্রথম শ্রেণি পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ২ পয়সা করে। তবে লোকাল ট্রেনে এই ভাড়া বাড়ার কোনও প্রভাব পড়বে না।

সেকেন্ড ক্লাস অর্ডিনারি ট্রেনে প্রথম ৫০০ কিলোমিটারের যাত্রায় কোনও বাড়তি টাকা দিতে হবে না যাত্রীকে। আগে ট্রেন নির্বিশেষে যে ভাড়া নেওয়া হত, এখনও তাই নেওয়া হবে। তবে ৫০০ কিলোমিটারের উপরে যাত্রা করলে ৫ টাকা করে ভাড়া বাড়ানো হবে। যা সর্বোচ্চ ৩ হাজার কিলোমিটার পর্যন্ত বাড়তি ১৫ টাকা করে বাড়বে। এছাড়াও স্লিপার ক্লাস অর্ডিনারি ও ফার্স ক্লাস অর্ডিনারি কামরায় প্রতি কিলোমিটারে ০.৫ পয়সা করে খরচ বাড়বে।

রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামিকাল থেকে ভাড়ার এই নতুন কাঠামো লাগু হবে দূরপাল্লার ট্রেনগুলিতে। যার জেরে সর্বনিম্ন দেড়শো কিলোমিটার পর্যন্ত যাত্রার জন্য এসি চেয়ার কারের ভাড়া বেড়ে হবে ২১৪ টাকা। যা সর্বোচ্চ ৫ হাজার কিলোমিটার পর্যন্ত গেলে পড়বে ২ হাজার ৭৭৮ টাকা।

স্বাভাবিক ভাবেই এসি কামরায় চড়ার ক্ষেত্রে মধ্য়বিত্তের প্রথম পছন্দই হয় এসি-৩ টায়ার। রেলের নতুন কাঠামো অনুযায়ী, এই বাতানুকূল কামরায় সর্বনিম্ন ১৫০ কিলোমিটার পর্যন্ত যাত্রায় এবার থেকে খরচ পড়বে ৪৪৬ টাকা। সর্বোচ্চ ৫ হাজার কিলোমিটার পর্যন্ত যাত্রায় খরচ ৩ হাজার ৩১৩ টাকা।

এবার কেউ যদি ৫ হাজার কিলোমিটারের অধিক যাত্রা করেন। সেক্ষেত্রে ভাড়ার কাঠামো কিছুটা আলাদা। কেন্দ্রীয় রেলমন্ত্রক জানিয়েছে, ৫ হাজার কিলোমিটারের উপর যাত্রায় প্রতি ৫০ কিলোমিটারে সর্বনিম্ন খরচ ৫ টাকা। সর্বোচ্চ খরচ ৮১ টাকা।