Indian Special Force: কার্যত অদৃশ্য, সেনাও চেনে না এদের, চুপিচুপি দেশকে পাহারা দেয় ভারতের এই বিশেষ বাহিনী
Indian Special Force: ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কোনও যোগাযোগ নেই 'এস্ট্যাবলিশমেন্ট ২২'-এর। এমনকি ভারতীয় সেনাবাহিনীর একেবারে উচ্চ পদের আধিকারিকরা ছাড়া এই বিশেষ বাহিনীর সদস্যদের বিশেষ কেউ চেনেও না।

১৯৬২ সালে চিনের কাছে কার্যত পর্যুদস্ত হয় ভারত। তারপরই প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাত ধরে সূচনা হয় ভারতের এক বিশ্বস্ত বাহিনীর। শুরুর দিকে এই বাহিনীর সদস্যরা সকলেই ছিলেন তিব্বতি। যাঁরা চিনা আগ্রাসনের সামনে দলাই লামার সঙ্গে ভারতে চলে আসেন। এঁদের মধ্যে ছিলেন দলাই লামার ব্যক্তিগত দেহরক্ষীরাও। বর্তমানে সময়ের দাবি মেনে এই বাহিনীতে তিব্বতি খাম্পা সম্প্রদায়ের পাশাপাশি থাকে গোর্খারাও।
ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কোনও যোগাযোগ নেই ‘এস্ট্যাবলিশমেন্ট ২২’-এর। এমনকি ভারতীয় সেনাবাহিনীর একেবারে উচ্চ পদের আধিকারিকরা ছাড়া এই বিশেষ বাহিনীর সদস্যদের বিশেষ কেউ চেনেও না। খুব বেশি খবরও মেলে না তাদের গতিবিধি বা বিভিন্ন মিশন নিয়েও।
১৯৬২ সালে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স কাজ শুরু করেছিল বিভিন্ন গোপন অপারেশন চালানোর জন্য। বিশেষত চিন সীমান্ত বরাবর। আর এই কারণেই এটা ভারতীয় সেনাবাহিনীর অধীনে কাজ করে না। এই বাহিনী সরাসরি রিপোর্ট করে প্রধানমন্ত্রীর দফতরকে। আর এই বাহিনীকে প্রয়োজনীয় ট্রেনিং দেয় ভারতের গোয়েন্দা সংস্থা র (Research and Analysis Wing) যদিও প্রয়োজন মতো সেনাবাহিনীকে সাহায্য করে ও সেনাবাহিনীর থেকে সাহায্য নেয় এই বাহিনী।
দুর্গম পর্বতশ্রেণী, উঁচু উঁচু পাহাড় এই সব বাধা কাটিয়ে এগিয়ে চলা এই বাহিনীর কাছে অত্যন্ত সহজ কাজ। উত্তরাখণ্ডের চক্রতায় এই বাহিনীর সদর দফতর। বলা হয়ে থাকে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই বিশেষ বাহিনীকে নাকি চট্টগ্রামের দুর্গম এলাকায় মিশনে পাঠানো হয়েছিল। এ ছাড়াও শোনা যায় কার্গিল যুদ্ধের সময়ও নাকি এই বাহিনীর সাহায্য নেওয়া হয়েছিলও।
২০২০ সালের অপারেশন স্নো লেপার্ড চলাকালীন চিনা বাহিনীর মোকাবিলায় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সাহায্য নেয় ভারতীয় সেনাবাহিনী। এই অপারেশন চলাকালীন ২০২০ সালের ১ সেপ্টেম্বর কোম্পানি লিডার নিমা তেনজিংয়ের মৃত্যু হয়। তখনই আবার সামনে আসে এই স্পেশাল ফোর্সের নাম।
সীমান্তে যে কোনও শত্রুর মোকাবিলায় সদা প্রস্তুত হয়েছে ভারতীয় সেনা ও একাধিক স্পেশাল ফোর্স। দেশের জন্য সর্বদা তৈরি রয়েছে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সও। আর এঁদের এই সাহসিকতা, ইস্পাত কঠিন মানসিকতার জন্যই দেশের ভিতরে আমরাও সুরক্ষিত রয়েছি।
