INS Nilgiri: ভারতীয় নৌবাহিনীর ‘জলজ বাঘিনী’ এখন পূর্ব সমুদ্র উপকূলে প্রস্তুত
INS Nilgiri: ভারতীয় নৌবাহিনীর প্রজেক্ট ১৭এ-এর অধীনে নির্মিত প্রথম স্টিলথ ফ্রিগেট হল INS নীলগিরি। মুম্বইয়ের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডে এই যুদ্ধজাহাজ তৈরি হয়েছে। আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত।

বিশাখাপত্তনম: একদিকে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে আত্মনির্ভরশীল হওয়া। অন্যদিকে, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। এই দুইয়ের মেলবন্ধনে এবার আরও শক্তি বাড়ল ভারতীয় নৌসেনার। দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস নীলগিরি আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইস্টার্ন নভাল কম্যান্ডে। রবিবার INS নীলগিরি অন্ধ্র প্রদেশে বিশাখাপত্তনমে পৌঁছায়। এবং আনুষ্ঠানিকভাবে ইস্টার্ন নভাল কম্যান্ডে যোগ দেয়।
ভারতীয় নৌবাহিনীর প্রজেক্ট ১৭এ-এর অধীনে নির্মিত প্রথম স্টিলথ ফ্রিগেট হল INS নীলগিরি। মুম্বইয়ের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডে এই যুদ্ধজাহাজ তৈরি হয়েছে। আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত। ‘জলজ বাঘিনী’ INS নীলগিরি এখন থেকে পূর্ব সমুদ্র উপকূলের নৌ-সক্ষমতার অন্যতম ভিত্তি হয়ে উঠবে।
আইএনএস নীলগিরির বিশেষত্ব-
এই যুদ্ধজাহাজটি ১৪৯ মিটার লম্বা। এবং ৬ হাজার ৬৭০ টন ওজন বইতে পারে। এর গতি ঘণ্টায় প্রায় ৫২ কিমি। এটি সুপারসনিক ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। প্রজেক্ট-১৭ (শিবালিক ক্লাস)-র উপর ভিত্তি করে আরও উন্নত স্টিলথ, কম্পোজিট নির্মাণ, সেন্সর-ফিউশন ও স্ট্রাইক ক্ষমতা যুক্ত করেই এই প্রজেক্ট তৈরি হয়েছে। যুদ্ধক্ষেত্রে আইএনএস নীলগিরি একসঙ্গে সাবমেরিন, ড্রোন, ফ্রিগেট ও AEW প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারবে।
ভারত এখন MF-STAR রেডারের বিশ্বে সবচেয়ে বড় অপারেটর। এই মুহূর্তে ভারতীয় নৌসেনায় ১১টির বেশি MF-STAR রেডারযুক্ত যুদ্ধজাহাজ সক্রিয় রয়েছে। যা ভারতকে নেটওয়ার্ক-কেন্দ্রিক নৌ আধিপত্য (নেটওয়ার্ক সেন্ট্রিক নভাল ডমিনেন্স অর্থাৎ যুদ্ধক্ষেত্রে সমস্ত ইউনিট একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারে)-এ বিশ্বের প্রথমসারির শক্তি করে তুলেছে।





