ISRO Space Story: কেমন হবে দেশের প্রথম ‘মহাকাশ ঘাঁটি’? দেখিয়ে দিল ISRO
ISRO Unveils First Look of Space Station: ইসরো জানিয়েছে, ২০২৮ সালের মধ্য়ে দেশীয় পদ্ধতিতে ভারত নিজের প্রথম স্পেস স্টেশন মহাকাশে পাঠাবে। এরপর আরও পাঁচটি মডেলকে সেই স্পেস স্টেশনের সঙ্গে জুড়ে দেওয়া হবে। যা ২০৩৫ সালের মধ্যে সম্পন্ন হবে বলেই প্রত্যাশা তাদের।

নয়াদিল্লি: কেমন হবে দেশের প্রথম মহাকাশ ঘাঁটি? শুক্রবার সেটাই প্রকাশ্যে আনল মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জাতীয় মহাকাশ দিবসে দিল্লির ভারত মন্ডপমে আয়োজিত একটি অনুষ্ঠানে সেই প্রথম ‘ভারতীয় আনতারিক্স স্টেশন’ বা দেশের প্রথম মহাকাশ ঘাঁটির মডেল সকলের সামনে তুলে ধরল ইসরো।
অ্যাক্সিয়োম মিশনে ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটিতে পা রাখার পর থেকেই দেশের প্রথম ‘মহাকাশ ঘাঁটি’ নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। ইসরো তাদের তরফে জানিয়ে দিয়েছিল, ভারতও নিজের স্পেস স্টেশন তৈরি করবে। কিন্তু কবে? সেই দিনক্ষণও শুক্রবারের অনুষ্ঠান থেকে তারা ঘোষণা করে দিয়েছে বললেই চলে।
ইসরো জানিয়েছে, ২০২৮ সালের মধ্য়ে দেশীয় পদ্ধতিতে ভারত নিজের প্রথম স্পেস স্টেশন মহাকাশে পাঠাবে। এরপর আরও পাঁচটি মডেলকে সেই স্পেস স্টেশনের সঙ্গে জুড়ে দেওয়া হবে। যা ২০৩৫ সালের মধ্যে সম্পন্ন হবে বলেই প্রত্যাশা তাদের।
📸 Experience the true size of the Bharatiya Antariksh Station!
The first-ever 1:1 scale model of the 1st module of BAS is now on display at the Bharat Mandapam in New Delhi! 🔥
This is exactly how big the actual module is going to be! On the bottom picture, you can compare its… pic.twitter.com/8bXoVCgURm
— ISRO Spaceflight (@ISROSpaceflight) August 22, 2025
ভারতীয় মহাকাশ ঘাঁটির এই প্রথম ইউনিট, যার নাম BAS-01। সেটির ওজন হতে চলেছে প্রায় ১০ টন। প্রথমে এটিকে ভূপৃষ্ঠ থেকে ৪৬০ কিলোমিটার উচ্চতায় পাঠাবে ইসরো। তারপর সেই অংশেই আরও সকল ইউনিট জোড়ার মাধ্যমে তৈরি হবে আস্ত একটি মহাকাশ ঘাঁটি। শনিবার দেশের প্রথম নিজস্ব স্পেস স্টেশনের কথা ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারতও যে এখন ‘এলিট গ্রুপের’ অংশ সেটাই স্পষ্ট করেছেন তিনি।

