AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISRO-Chandrayaan: ৫৫ বছর পর হঠাৎ দেখা মিলল নিল আর্মস্ট্রং-এর সেই অ্যাপোলোর, ছবি এল ভারতের হাতে

ISRO-Chandrayaan: বিভিন্ন অভিযানে মহাকাশযানগুলি যেখানে অবতরণ করেছিল, সেখানকার সব ছবিগুলি ধরা পড়েছে ক্যামেরায়। এই ছবিগুলি গবেষণার কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। চাঁদের পৃষ্ঠে একটি অন্ধকার এলাকায় ১৯৬৯ সালে অবতরণ করেছিল অ্যাপোলো ১১।

ISRO-Chandrayaan: ৫৫ বছর পর হঠাৎ দেখা মিলল নিল আর্মস্ট্রং-এর সেই অ্যাপোলোর, ছবি এল ভারতের হাতে
প্রতীকী ছবি
| Updated on: Mar 22, 2024 | 10:47 AM
Share

নয়া দিল্লি: চাঁদের চারপাশে ঘুরে ছবি সংগ্রহ করছে ভারতের চন্দ্রযান ২। ২০১৯ থেকে সেই কাজ করছে ইসরোর ওই মহাকাশযানের অরবিটার। ইতিমধ্যেই সেই অরবিটারের হাত ধরে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। চাঁদের পৃষ্ঠের নানা বৈশিষ্ট্য ধরা পড়ছে ক্যামেরায়। তারই মধ্যে খোঁজ মিলল মার্কিন মহাকাশযান ‘অ্যাপোলো’র ল্যান্ডারের, যেটি চাঁদের মাটিতে নিয়ে গিয়েছিলেন মহাকাশচারী নিল আর্মস্ট্রং। ১৯৬৯ সালে সেই মহাকাশযান পৌঁছেছিল চাঁদের মাটিতে।

অ্যাস্ট্রোনমার মার্টি ম্যাকগিয়ার সম্প্রতি অরবিটার হাই রেজোলিউশন ক্যামেরা (OHRC) ব্যবহার করে স্পেশক্রাফটের তোলা ছবিগুলি বিশ্লেষণ করেছে। ইসরোর হাতে আসা ছবিগুলি বিশ্লেষণ করতেই বেরিয়ে এসেছে আমেরিকার অ্যাপোলো ১১ ও অ্যাপোলো ১২ নামে দুই মহাকাশযানের ছবি। অন্তত ১০০ কিলোমিটার উঁচু থেকে ওই ছবি তোলা হয়েছে। চন্দ্রযান ২-এর অরবিটারে ২০২১ সালে ওই ছবিগুলি তোলা হয়েছে।

বিভিন্ন অভিযানে মহাকাশযানগুলি যেখানে অবতরণ করেছিল, সেখানকার সব ছবিগুলি ধরা পড়েছে ক্যামেরায়। এই ছবিগুলি গবেষণার কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।

চাঁদের পৃষ্ঠে একটি অন্ধকার এলাকায় ১৯৬৯ সালে অবতরণ করেছিল অ্যাপোলো ১১।উল্লেখ্য, অ্যাপোলো ২-এর অবতরণস্থলের ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। এছাড়া চন্দ্রযান ৩-এর বিক্রম অবতরণ করেছে চাঁদের দক্ষিণ মেরুতে।