Bridge Collapse: এরই নাম উন্নয়ন! তৈরির আগেই ভেঙে পড়ল সেতু, মৃত ১, আটকে ৩০ শ্রমিক
Bihar Bridge Collapse: জানা গিয়েছে, এ দিন বিহারের কোশী নদীর উপরে তৈরি একটি নির্মীয়মাণ সেতুর বড় স্ল্যাব ভেঙে পড়ে। সেই সময়ে সেতুর নীচে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ মাথায় উপড়ে ভেঙে পড়ে স্ল্যাব। চাপা পড়ে যান শ্রমিকরা।

পটনা: তৈরিই হয়নি, তার আগেই ভেঙে পড়ল সেতু। বিহারে নির্মীয়মাণ সেতু ভেঙে (Bridge Collapse) বিপর্যয়। বিহারের (Bihar) সুপৌলে ব্রিজের নীচে চাপা পড়ে গিয়েছেন বহু শ্রমিক। এক শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। আটকে রয়েছেন আরও অনেকে। কমপক্ষে ৩০ জন শ্রমিকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। কয়েকজন শ্রমিককে উদ্ধাার করা হলেও, বাকিরা এখনও আটকে রয়েছেন।
জানা গিয়েছে, এ দিন বিহারের কোশী নদীর উপরে তৈরি একটি নির্মীয়মাণ সেতুর বড় স্ল্যাব ভেঙে পড়ে। ব্রিজের ৫০, ৫১ ও ৫২ নম্বর পিলারের মাঝে থাকা স্ল্যাব ভেঙে পড়ে। সেই সময়ে সেতুর নীচে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ মাথায় উপড়ে ভেঙে পড়ে স্ল্যাব। চাপা পড়ে যান শ্রমিকরা।
#UPDATE | Supaul, Bihar: One died and nine injured as a portion of an under-construction bridge collapsed near Maricha between Bheja-Bakaur: Supaul DM Kaushal Kumar https://t.co/DhsS9ZCCws
— ANI (@ANI) March 22, 2024
বিহারের সুপৌলের জেলাশাসক জানিয়েছেন, মারিচার কাছে ভেজা-বাকৌরের মাঝে তৈরি কোশী নদীর উপরে তৈরি একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছে। দুর্ঘটনায় এখনও অবধি একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত নয়জন। উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Bridge collapse in Supol in Bihar. The state needs to get it’s infrastructure story right pic.twitter.com/JLxMryAhc4
— Kartikeya Sharma (@kartikeya_1975) March 22, 2024
প্রসঙ্গত, মধুবনী জেলার সুপৌল ও ভেজার মধ্যে তৈরি এই সেতু দেশের দীর্ঘতম রোড ব্রিজ হতে চলেছে। ৯৮৪ কোটি টাকা খরচ করে এই সেতু তৈরি করা হচ্ছে।





