Rajnath Singh: ‘দেশবাসী যেমন চাইছেন, তেমন হবেই’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব নিয়ে হুঙ্কার রাজনাথের
Rajnath Singh: সীমান্ত সুরক্ষায় সেনার প্রশংসা করে তিনি বলেন, "আমাদের সাহসী জওয়ানরা সবসময় দেশকে রক্ষা করছেন। আর সাধু ও জ্ঞানীরা দেশের আধ্যাত্মিকতাকে রক্ষা করছেন। একদিকে, জওয়ানরা রণভূমিতে লড়ছেন। আর সাধুরা জীবনভূমিতে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমার দায়িত্ব, জওয়ানদের সঙ্গে নিয়ে দেশের সীমান্ত সুরক্ষিত রাখা।"

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় জড়িত ও ষড়যন্ত্রীদের শাস্তি চাইছে সারা দেশ। জঙ্গি হামলায় জড়িতরা যে শাস্তি পাবেই, সেকথা স্পষ্ট করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি বললেন, দেশবাসী যেমন চাইছেন, তা হবেই। রবিবার নয়াদিল্লিতে সংস্কৃতি জাগরণ মহোৎসবে তিনি আরও বলেন, যারা ভারতে আক্রমণ করার সাহস দেখায়, তাদের যোগ্য জবাব দেওয়া তাঁর দায়িত্ব।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা হয়। মৃত্যু হয় ২৬ জনের। জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। জঙ্গিদের কড়া শাস্তি চাইছে দেশবাসী।
এদিন সংস্কৃতি জাগরণ মহোৎসবে প্রতিরক্ষামন্ত্রীও জানালেন, জঙ্গিদের যোগ্য জবাব দেওয়া হবেই। তিনি বলেন, “আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের ধরন জানেন। তিনি জীবনে কীভাবে ঝুঁকি নেন, তা আপনাদের অবগত। আমি আপনাদের নিশ্চিত করছি, আপনারা যেমন চাইছেন, তেমন হবেই।”
এরপরই সীমান্ত সুরক্ষায় সেনার প্রশংসা করে তিনি বলেন, “আমাদের সাহসী জওয়ানরা সবসময় দেশকে রক্ষা করছেন। আর সাধু ও জ্ঞানীরা দেশের আধ্যাত্মিকতাকে রক্ষা করছেন। একদিকে, জওয়ানরা রণভূমিতে লড়ছেন। আর সাধুরা জীবনভূমিতে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমার দায়িত্ব, জওয়ানদের সঙ্গে নিয়ে দেশের সীমান্ত সুরক্ষিত রাখা। যারা আমার দেশকে আক্রমণের সাহস দেখায় তাদের যোগ্য জবাব দেওয়া আমার দায়িত্ব।”
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় জড়িতদের যে বিচার হবেই, তা বারবার স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীও। গত মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। ছিলেন সেনাপ্রধান, নৌসেনা প্রধান এবং বায়ুসেনা প্রধানও। সূত্রের খবর, ওই বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব কখন ও কীভাবে দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে সেনার। জঙ্গি হামলায় জড়িত ও ষড়যন্ত্রীরা ছাড়া পাবে না বলে প্রথম থেকে হুঙ্কার দিয়েছেন তিনি।

