AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam attack: পহেলগাঁওয়ে হামলার ৫ মাস পর ফের খুলছে ১২টি পর্যটন কেন্দ্র

Re-opening of 12 tourist spots: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। ওই হামলার পর নিরাপত্তার জন্য প্রায় ৫০টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। এরপর জুন মাসে ১৬টি পর্যটন কেন্দ্র ফের খুলে দেওয়া হয়।

Pahalgam attack: পহেলগাঁওয়ে হামলার ৫ মাস পর ফের খুলছে ১২টি পর্যটন কেন্দ্র
পর্যটকদের জন্য ফের খুলে যাচ্ছে ১২টি পর্যটন কেন্দ্রImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 27, 2025 | 12:09 PM
Share

কাশ্মীর: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলা। নিরাপত্তার কথা বিবেচনা করে বন্ধ করে দেওয়া হয়েছিল প্রায় ৫০টি পর্যটন কেন্দ্র। নৃশংস সেই জঙ্গি হামলার ৫ মাস পর এবার ১২টি পর্যটন কেন্দ্র ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। গতকাল নিরাপত্তা বাহিনীগুলির সঙ্গে বৈঠকের পর জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এই ঘোষণা করেন। সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে পর্যটন কেন্দ্রগুলি।

যে ১২টি পর্যটন কেন্দ্র ফের খুলে দেওয়া হয়েছে, তার মধ্যে ৭টি রয়েছে কাশ্মীর ডিভিশনে। আর ৫টি পর্যটন কেন্দ্র জম্মু ডিভিশনে। কাশ্মীর ডিভিশনের ওই সাতটি পর্যটন কেন্দ্রের মধ্যে আরু ভ্যালি ও র‌্যাফটিং পয়েন্ট ইয়ান্নের পড়ে পহেলগাঁওয়ে। পহেলগাঁওয়ে যাওয়ার পথে পড়ে আক্কাদ পার্ক। পাদশাহি পার্ক অনন্তনাগে। এবং কামান পোস্ট পর্যটন কেন্দ্রটি উত্তর কাশ্মীরের উরিতে। জম্মুর পাঁচটি পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে কাঠুয়ার ধাগ্গার, রামবনের দাগন টপ এবং সালালের শিব গুহা।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। ওই হামলার পর নিরাপত্তার জন্য প্রায় ৫০টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। এরপর জুন মাসে ১৬টি পর্যটন কেন্দ্র ফের খুলে দেওয়া হয়।

শুক্রবার শ্রীনগরের রাজভবনে উপরাজ্যপাল জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। তারপরই আরও ১২টি পর্যটন কেন্দ্র ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। সোমবার থেকে এই পর্যটন কেন্দ্রগুলির দরজা ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। পুজোর মরশুমে এই সিদ্ধান্তে ভ্রমণপিপাসুদের মুখে স্বাভাবিকভাবেই হাসি ফুটবে।