AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভর সন্ধ্যায় বাজারের মাঝে একের পর এক স্কুটারে বিস্ফোরণ, পুড়ে গেলেন ৮ জন, বড় নাশকতার ছক?

Kanpur Scooter Blast: স্কুটারের আশেপাশে যারা দাঁড়িয়েছিলেন, তারা আহত হন এই বিস্ফোরণে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুইজন গুরুতর জখম, তাদের দেহের অনেকটা অংশ পুড়ে গিয়েছে।

ভর সন্ধ্যায় বাজারের মাঝে একের পর এক স্কুটারে বিস্ফোরণ, পুড়ে গেলেন ৮ জন, বড় নাশকতার ছক?
বিস্ফোরণ হওয়া স্কুটারগুলি।Image Credit: X
| Updated on: Oct 09, 2025 | 6:52 AM
Share

লখনউ: দিওয়ালির কেনাকাটা করছিলেন সবাই। হঠাৎ পরপর বিস্ফোরণ। নিমেষে গ্রাস করল আতঙ্ক। বুধবার সন্ধ্যায় কানপুরের মেসটার্ন রোডে একের পর এক স্কুটারে বিস্ফোরণ হল। বিস্ফোরণে আহত হয়েছেন ৮ জন। কী থেকে এই বিস্ফোরণ? বড় কোনও নাশকতার ছক ছিল?

৮ অক্টোবর সন্ধ্যায় আচমকাই উত্তর প্রদেশের কানপুরের ওই  জমজমাট রাস্তায় দাঁড় করানো দুটি স্কুটারে বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। মূলত এই এলাকায় ছোট খেলনা ও বাজির দোকানই রয়েছে। উৎসবের মরশুম চলছে বলে বেশ ভিড় ছিল। আচমকাই সেখানে স্কুটারে বিস্ফোরণ হয়, কালো ধোঁয়া বের হয় গলগল করে।

স্কুটারের আশেপাশে যারা দাঁড়িয়েছিলেন, তারা আহত হন এই বিস্ফোরণে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুইজন গুরুতর জখম, তাদের দেহের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। এক মহিলা, যিনি আবর্জনা সংগ্রহ করছিলেন, তিনি সবথেকে বেশি দ্বগ্ধ হয়েছেন। আহত আরও চারজনকে লখনউতে স্থানান্তরিত করা হয়েছে চিকিৎসার জন্য। গুরুতর আহত ওই মহিলার দাবি, স্কুটারের উপরে কিছু একটা ছোড়া হয়েছিল, তারপরই বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের জেরে একাধিক দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, স্কুটারের স্টোরেজ কম্পার্টমেন্ট থেকেই বিস্ফোরণ হয়েছে। অনুমান, বাজি থেকে বিস্ফোরণ হয়েছে। কে বা কারা ওই স্কুটারগুলির মধ্যে বাজি রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একটি স্কুটারেই বাজি রাখা ছিল নাকি আরও বড় কোনও নাশকতার ছক ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় উত্তর প্রদেশ এটিএস টিম ও  ফরেন্সিক টিম। তারা নমুনা সংগ্রহ করেছে। জাতীয় তদন্তকারী সংস্থা(NIA)-ও যোগাযোগ করেছে। আজ লখনউতে পৌছনোর কথা এনআইএ-র।