স্বাধীনতা দিবসেই ছিল বড়সড় বিস্ফোরণের ছক, চার জইশ জঙ্গিকে হাতেনাতে ধরল পুলিশ
১৫ অগস্টের আগের রাতেই উপত্যকা জুড়ে আইইডি বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল জঙ্গিরা।
নয়া দিল্লি: স্বাধীনতা দিবসের (75th Independence Day) আগে বড়সড় নাশকতার ছক বানচাল করল জম্মু ও কাশ্মীর পুলিশ (Kashmir Police)। চার জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ৭৫ তম স্বাধীনতা দিবসের ঠিক আগেই গ্রেফতার করা হয়েছে এই জঙ্গিদের। পুলিশের কাছে খবর ছিল, স্বাধীনতা দিবসেই বড়সড় হামলার পরিকল্পনা করেছে জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, অস্ত্র সংগ্রহ করে উপত্যকায় জঙ্গিদের হাতে তুলে দেওয়ার কাজ ছিল এদের। পাশাপাশি, কাশ্মীরের বিভিন্ন জায়গায় আইইডি রাখার ব্যবস্থাও করা হচ্ছিল।
গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে আজ এই বিশেষ অভিযান চালায়। বিপুল পরিমাণ অস্ত্র, প্রচুর বিস্ফোরক জমা করেছিল জঙ্গিরা। সেই অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক-সহ চার জইশ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গিরা ড্রোনের মাধ্যমে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে অস্ত্র ছড়িয়ে দেওয়ার ছক কষেছিল। শুধু তাই নয় মোটরসাইকেলে আইইডি ব্যবহার করে হামলার ছকও কষেছিল জঙ্গিরা।
গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানি জঙ্গিরা ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে বিশেষ পরিকল্পনা তৈরি করেছে। মূলত ভারতের সেনা ঘাঁটিগুলিকে নিশানা করার ছক কষা হয়েছে বলে খবর। শুধু তাই নয়, মন্দিরগুলির নিরাপত্তা নিয়েও সতর্ক করা হয়েছে নিরাপত্তা বাহিনীকে। কাশ্মীরে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। উপত্যকা জুড়ে চলছে তল্লাশি। ড্রোন নামানো হয়েছে নজরদারির জন্য।
উল্লেখ্য, গত কয়েকমাস ধরে উপত্যকায় ড্রোনের উপস্থিতি বিশেষ উদ্বেগ তৈরি করেছে। গত রবিবারও ফের ড্রোনের গতিবিধি নজরে এসেছে কাস্মীরের সাম্বা সেক্টরে। চারটি ড্রোন ঘোরাফেরা কররে দেখা যায় ওই অঞ্চলে। এরমধ্যে একটি ড্রোন আবার সেনা ছাউনির খুব কাছে চলে এসেছিল বলেই জানা গিয়েছে।
গত জুন মাসের ২৭ তারিখে জম্মুর বিমানঘাঁটিতে ড্রোনের মাধ্যমে পরপর দুটি বিস্ফোরণ ঘটানো হয়। তারপর থেকেই উপত্যকা জুড়ে ড্রোনের আনাগোনা চোখে পড়েছে। বিগত একমাসে কমপক্ষে ১৫টি ড্রোনের দেখা মিলেছে। এদের মধ্যে অধিকাংশ ড্রোনই সেনাছাউনির কাছে দেখা যাওয়ায় নজরদারি চালানো হচ্ছিল বলেই সন্দেহ সেনাবাহিনীর। এ ছাড়া গত মাসেই আখনুরে বিএসএফ গুলি করে একটি ড্রোনকে নামায়। তারমধ্যে পাঁচ কেজি বিস্ফোরকও বাঁধা ছিল। বড় কোনও নাশকতার পরিকল্পনাতেই এই বিস্ফোরক পাঠানো হয়েছিল বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: ‘এত মানুষের মৃত্যু আমাকে যন্ত্রণা দিয়েছে’, করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন রাষ্ট্রপতি