Liquor Tetra Pack: ঝক্কি শেষ, জ্যুসের মতোই কাগজের বোতলে এবার বিক্রি হবে মদ

Liquor Sell: পরিবেশবান্ধব পদ্ধতিতে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকার। শীঘ্রই কাগজের প্যাকেটে মদ বিক্রি করতে পারে তামিলনাড়ু সরকারও। কর্নাটক ও পুদুচেরীতে ইতিমধ্যেই টেট্রা প্যাকে বিক্রি হয় মদ। সরকারের তরফে জানানো হয়েছে, কাচ বা প্লাস্টিকের বোতলের কারণে যে দূষণ হচ্ছে, তা প্রতিরোধ করতেই কাগজের প্যাকেটে মদ বিক্রির সিদ্ধান্ত।

Liquor Tetra Pack: ঝক্কি শেষ, জ্যুসের মতোই কাগজের বোতলে এবার বিক্রি হবে মদ
মদের টেট্রা প্যাক।Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2023 | 10:08 AM

নয়া দিল্লি: মদ্যপানে শরীরের ক্ষতি হয়, এ কথা সকলের জানা। শরীরের ক্ষতি রুখতে না পারলেও, এবার পরিবেশের অন্তত ক্ষতি হবে না মদের বোতলের কারণে। সম্পূর্ণ পরিবেশ বান্ধব পদ্ধতিতে এবার বিক্রি হবে মদ। কীভাবে ভাবছেন? কাচ বা প্লাস্টিকের বোতলের পরিবর্তে এবার কাগজের প্য়াকেটে বিক্রি হবে মদ। কাগজের এই প্যাকেটগুলি টেট্রা প্যাক হিসাবেই পরিচিত। এমনই ৯০ মিলিলিটারের প্য়াকে এবার থেকে মদ বিক্রি হবে।

পরিবেশবান্ধব পদ্ধতিতে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকার। শীঘ্রই কাগজের প্যাকেটে মদ বিক্রি করতে পারে তামিলনাড়ু সরকারও। কর্নাটক ও পুদুচেরীতে ইতিমধ্যেই টেট্রা প্যাকে বিক্রি হয় মদ। সরকারের তরফে জানানো হয়েছে, কাচ বা প্লাস্টিকের বোতলের কারণে যে দূষণ হচ্ছে, তা প্রতিরোধ করতেই কাগজের প্যাকেটে মদ বিক্রির সিদ্ধান্ত। কাগজ মাটিতে মিশে যাওয়ায়, পরিবেশ দূষণ তুলনামূলকভাবে কম হবে।

গত মাসেই তামিলনাড়ুর আবগারি মন্ত্রী এস মুথুস্বামী জানিয়েছিলেন, স্ট্য়ালিন সরকার টেট্রা প্যাকে মদ বিক্রি করা নিয়ে চিন্তাভাবনা করছে। এতে পরিবেশ সাফ-সুতরো থাকবে এবং দূষণও কম হবে। কাচের বোতল ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে, পশু-পাখিরও গলায় আটকে মৃত্যু হতে পারে। টেট্রা প্যাকে মদ বিক্রি হলে এই দূষণ হবে না।

তবে এই সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন অনেকে। তাদের দাবি, টেট্রা প্যাকে মদ বিক্রি হলে অপ্রাপ্তবয়স্ক ও পড়ুয়াদের হাতে চলে যেতে পারে। অন্য় কোনও পানীয় ভেবে তাঁরা মদ্যপান করতে পারে। দোকানদারদের পক্ষেও সবসময় বয়স যাচাই করে মদ বিক্রি সম্ভব নয়।