AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samir Modi Arrested: ধর্ষণের মারাত্মক অভিযোগ, ভারতে পা রাখতেই গ্রেফতার ললিত মোদীর ভাই

Lalit Modi-Samir Modi: বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে পা রাখতেই পুলিশ গ্রেফতার করে সমীর মোদীকে। তিনি ইউরোপ থেকে বিজনেস ট্রিপ সেরে ফিরছিলেন। ধর্ষণের অভিযোগে পুলিশ আগে থেকেই লুক-আউট নোটিস জারি করেছিল। ভারতে ফেরার খবর পাওয়া মাত্রই তাঁকে গ্রেফতার করা হয়।

Samir Modi Arrested: ধর্ষণের মারাত্মক অভিযোগ, ভারতে পা রাখতেই গ্রেফতার ললিত মোদীর ভাই
সমীর মোদী।Image Credit: X
| Updated on: Sep 19, 2025 | 6:57 AM
Share

নয়া দিল্লি: কোটি কোটি টাকার আর্থিক প্রতারণা করে পলাতক ললিত মোদী। পুলিশ এখনও তাঁর নাগাল পায়নি। তবে এবার গ্রেফতার হলেন ললিত মোদীর ভাই, সমীর মোদী। আর্থিক প্রতারণা নয়, অভিযোগ আরও ভয়ঙ্কর। ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ব্যবসায়ী সমীর মোদীকে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে পা রাখতেই পুলিশ গ্রেফতার করে সমীর মোদীকে। তিনি ইউরোপ থেকে বিজনেস ট্রিপ সেরে ফিরছিলেন। ধর্ষণের অভিযোগে পুলিশ আগে থেকেই লুক-আউট নোটিস জারি করেছিল। ভারতে ফেরার খবর পাওয়া মাত্রই তাঁকে গ্রেফতার করা হয়। গতকালই তাঁকে দিল্লি আদালতে পেশ করা হয়। একদিনের পুলিশ হেফাজকে পাঠানো হয়েছে ললিত মোদীর ভাইকে।

পুলিশ সূত্রে খবর, গত সপ্তাহে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি পুলিশ স্টেশনে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী মহিলার দাবি, তিনি ২০১৯ সাল থেকে সমীর মোদীর সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সময়ই সমীর মোদী তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

এদিকে, সমীর মোদী গ্রেফতারের পরই তাঁর আইনজীবী বিবৃতি দিয়ে জানান, এই অভিযোগ মিথ্যা। সমীর মোদীকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের জন্যই মিথ্যা এফআইআর করা হয়েছে। বিগত ৪ বছর ধরে এই ব্ল্যাকমেইল চলছিল। আইনজীবী জানান যে গত ৮ ও ১৩ অগস্ট সমীর মোদী ওই মহিলার বিরুদ্ধেই ব্ল্যাকমেইল ও টাকা আদায় করা নিয়ে বিভিন্ন পুলিশ অফিসারদের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তিনি প্রমাণ হিসাবে হোয়াটসঅ্যাপ চ্যাটও দেখিয়েছিলেন, যেখানে ওই মহিলা ৫০ কোটি টাকা চেয়েছিলেন। বরং পুলিশই কোনও তথ্য যাচাই না করে সমীর মোদীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন আইনজীবী।