The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরি’ দেখলেন মধ্য় প্রদেশের মুখ্যমন্ত্রী, দেখা করলেন আদাহ শর্মার সঙ্গেও
The Kerala Story: 'দ্য কেরালা স্টোরি' দেখলেন মধ্য় প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বাকি মন্ত্রীরাও তাঁর সঙ্গে এই সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমা দেখার পর এই চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী আদাহ শর্মার সঙ্গেও দেখা করেন তিনি।
ভোপাল: বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ইতিমধ্যেই একাধিক বিতর্ক দানা বেঁধেছে। দেশজুড়ে এই ছবির পক্ষে ও বিপক্ষে একাধিক মন্তব্য দেখা যাচ্ছে। বাংলায় ইতিমধ্য়েই এই চলচ্চিত্রের সব শো নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। আবার কিছু রাজ্যে এই চলচ্চিত্রকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অন্যতম রাজ্য হল মধ্য প্রদেশ। এবার এই রাজ্যেরই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার সন্ধেয় এমপিটি ওপেন থিয়েটারে গিয়ে দেখলেন ‘দ্য কেরালা স্টোরি’। সঙ্গে ছিলেন অন্যান্য মন্ত্রীরাও। সিনেমা দেখার পর চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী আদাহ শর্মার সঙ্গে দেখাও করেন শিবরাজ সিং চৌহান।
‘দ্য কেরালা স্টোরি’ দেখার পর মুখ্যমন্ত্রী চৌহান বলেন, “কিছু লোক লাভ জিহাদের একটি চক্র চালাচ্ছে। যেখানে তারা মেয়েদের জোর করে ধর্মান্তরিত করে এবং তারপরে তাদের সন্ত্রাসী কার্যকলাপে নিয়োগ করে। আমরা কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে যৌথ অভিযান চালাব এবং তাদের সফল হতে দেব না।” এদিকে তিনি সকল দেশবাসীকে এই ছবি দেখার কথাও বলেছেন। তিনি বলেন, “… এই ছবিটা সকলের দেখা উচিত…।”। হিজব-উত-তাহরির সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘… ১০ জনকে গ্রেফতার করা হয়েছে, ৬ জনকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা মধ্য প্রদেশকে কেরল স্টোরি হতে দেব না।” এদিকে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ক্যাবিনেটের মন্ত্রীরাও এই ছবি দেখতে গিয়েছিলেন। মধ্য প্রদেশের মন্ত্রিসভার শহর ও নগরোন্নায়ন মন্ত্রী ভূপেন্দ্র সিং টুইটে লেখেন, “মানবতার উপর আধিপত্যের একটি অঘোষিত এজেন্ডা হল লাভ জিহাদ। দ্য কেরালা স্টোরি গোটা দেশকে এই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন করছে।”
মধ্যপ্রদেশে করমুক্ত ‘দ্য কেরালা স্টোরি’:
‘দ্য কেরালা স্টোরি’র ট্রেইলার প্রকাশের পর থেকেই এটি নিয়ে দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে। ছবিটির মুক্তি বন্ধ করার জন্য একাধিক বার চেষ্টাও করা হয়েছিল। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি খোলাখুলিভাবে ছবিটির সমালোচনা করেছে এবং বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্য ছবিটিকে করমুক্ত করেছে। মধ্য প্রদেশই প্রথম রাজ্য যারা ছবিটিকে করমুক্ত ঘোষণা করে। তারপর উত্তর প্রদেশ সরকারও এই ছবিকে করমুক্ত ঘোষণা করে।