Bihar: ধর্ষণে বাধা পেতেই মার, চোখ হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন মহিলা
Physical Assault: ধর্ষণে বাধা পেয়ে দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতনের ঘটনা প্রায়শই সামনে আসে। ধর্ষণের পর পুড়িয়ে বা গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার ঘটনাও সাম্প্রতিক অতীতে ঘটেছে বেশ কয়েকটি জায়গায়।
কাটিহার: এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করেছিল ২৬ বছরের এক যুবক। ধর্ষণে বাধা দিয়েছিলেন ওই মহিলা। বাধা দিতে ব্যাপক মারধর করা হয় ওই যুবতীকে। এমনকি ওই মহিলার চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ হয়ে উঠেছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে,অত্যাচারিতা ওই মহিলা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলায়। ঘটনার পর অভিযোগ দায়ের হয় পুলিশে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। ওই দিন রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন ওই মহিলা। মেয়ের সঙ্গেই ঘুমাচ্ছিলেন তিনি। তখন তাঁর প্রতিবেশী যুবক মহম্মদ শামিম তাঁর বাড়িতে ঢোকে এবং ওই মহিলাকে জোর করে তুলে বাড়ির পাশে মাঠে নিয়ে যায়। সেখানেই মহিলাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মাঠে নিয়ে গিয়ে মহিলার পা বেঁধে দেয় অভিযুক্ত। সে সময় চিৎকার করছিলেন ওই মহিলা। মহিলার চিৎকার বন্ধ করতে তাঁর মুখে পাট গাছ গুঁজে দেয় বলে অভিযোগ। মহিলার ক্রমাগত বাধা দেওয়ায় মাঠের মধ্যেই ব্যাপক মারধর করা হয় ওই মহিলাকে। সেই আঘাতেই মহিলার চোখ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, মাকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার শব্দ শুনে পিছন পিছন গিয়েছিলেন মহিলার মেয়ে। তিনি গোটা ঘটনার সাক্ষী বলে জানিয়েছে পুলিশ। অত্যাচারে মহিলার দেহে গভীর ক্ষতের সৃষ্টি হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, শারীরিক অবস্থার উন্নতি হলে ওই মহিলার বয়ান নথিভুক্ত করা হবে। পুলিশ জানিয়েছে, মহিলার মেয়ের বয়ান অনুসারে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধর্ষণে বাধা পেয়ে দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতনের ঘটনা প্রায়শই সামনে আসে। ধর্ষণের পর পুড়িয়ে বা গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার ঘটনাও সাম্প্রতিক অতীতে ঘটেছে বেশ কয়েকটি জায়গায়। ধর্ষণের পর যৌনাঙ্গে রড, মদের বোতল ঢুকিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে দেশে।