AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Khaleda Zia: ‘সহায়তার জন্য ভারত প্রস্তুত’, খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বার্তা মোদীর

PM Modi Concerns Over Khaleda Zia's Health Update: আগের তুলনায় শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে খালেদা জিয়ার। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তাই আপাতত লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। আর এই আবহে খালেদা জিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Khaleda Zia: 'সহায়তার জন্য ভারত প্রস্তুত', খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বার্তা মোদীর
বাঁদিকে খালেদা জিয়া, ডানদিকে নরেন্দ্র মোদীImage Credit: PTI | Getty Image
| Updated on: Dec 02, 2025 | 8:09 AM
Share

নয়াদিল্লি: শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। গত রবিবার থেকে ঢাকার একটি হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসক মহল বলছে, খালেদা জিয়া মাঝে মধ্য়েই অসুস্থ হতেন, কিন্তু এবার পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক।

সোমবার রাতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে বাংলায় একটি পোস্ট করেছেন তিনি। প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনীতি এবং জনজীবনে তাঁর একটা বিরাট অবদান রয়েছে। আমি আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আমি প্রতি মুহূর্তে তাঁর সুস্থতার কামনাই করি। পাশাপাশি, এটাও স্মরণ করিয়ে দিতে চাই, ভারত সকল প্রকার সহায়তার জন্য প্রস্তুত।’

Khaleda Zia (2)

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-র একটি প্রতিবেদন অনুযায়ী, আগের তুলনায় শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে খালেদা জিয়ার। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তাই আপাতত লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। আর এই আবহে খালেদা জিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এই সুস্থতা কামনা সৌজন্য়ের প্রতীক হলেও বর্তমান পরিস্থিতির নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ‘মাথা’ যে খালেদা জিয়ার দল বিএনপি, তাতে কোনও সন্দেহ নেই। এই গণঅভ্যুত্থান ছিটকে ফেলে দিয়েছিল আওয়ামী লিগের সরকারকে। ক্ষমতাচ্য়ুত হয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই দেশছাড়া তিনি। রয়েছেন ভারতে। বাংলাদেশের সঙ্গেও কূটনৈতিক সমীকরণ বিশেষ ঠিক নেই। এবার এই আবহে সৌজন্য বার্তা প্রধানমন্ত্রী মোদীর।