AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dog Deaths : কী নৃশংস! কুকুর মৃত্যুতে ফিরে এল এনআরএস-র স্মৃতি, নিন্দার ঝড় পশুপ্রেমীদের

Dog Deaths : সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ১০০ এর বেশি কুকুরের মৃতদেহ পাওয়া গিয়েছে তেলেঙ্গানার একটি গ্রাম থেকে।

Dog Deaths : কী নৃশংস! কুকুর মৃত্যুতে ফিরে এল এনআরএস-র স্মৃতি, নিন্দার ঝড় পশুপ্রেমীদের
প্রতীকী ছবি (সৌজন্যে : Pixabay)
| Edited By: | Updated on: Mar 30, 2022 | 8:53 PM
Share

তেলেঙ্গানা : সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো দেখলে শিউরে উঠতে হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি গর্তে কুকুরের মৃতদেহ পড়ে রয়েছে। সেখানে রয়েছে ১০০ এর বেশি কুকুরের মৃতদেহ। তেলেঙ্গানার সিদ্দিপেট জেলার ঘটনা। তেলেঙ্গানার এই ঘটনা বাংলার এনআরএস এর স্মৃতি ফিরিয়ে আনে। প্রায় ১৪ জন বাচ্চা কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল। একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল তেলেঙ্গানায়। পশুপ্রেমী অদুলাপুরাম গৌতম অভিযোগ করেছেন, ১০০ এর বেশি কুকুরকে মারা হয়েছে। অভিযোগের তির গ্রামের পঞ্চায়েত প্রধান এবং গ্রাম পঞ্চায়েতের সচিবের দিকে। গৌতম একটি অভিযোগও দায়ের করেছেন এই ঘটনায়।

স্ট্রে অ্যানিমাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার একজন পশু অধিকার কর্মী হলেন গৌতম। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। মামলা দায়ের করে তদন্তও শুরু হয়েছে। অভিযোগে পশুকর্মী গৌতম বলেছেন যে, সিদ্দিপেট জেলার জগদেবপুর মণ্ডলের থিগুল গ্রামে কুকুর নিধনের ঘটনা ঘটেছে। তাঁর মতে, গ্রামের পঞায়েত প্রধান এবং গ্রাম পঞ্চায়েত সচিব কুকুর ধরার জন্য পেশাদার লোক নিয়োগ করেছিলেন। ২৭ মার্চ পথের কুকুরগুলিকে বিষ ইনজেকশন দিয়ে মারা হয়েছে।

এই নৃশংস ঘটনায় নিন্দায় সরব হয়েছেন পশুপ্রেমীরা। অভিযুক্তরা একজন প্রাইভেট মালিকের পোষা কুকুরকেও মেরেছে বলে জানা গিয়েছে। সেই পোষ্যের মালিক স্ট্রে অ্যানিমাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়াতে অভিযোগ করেছিলেন। ফাউন্ডেশনের সদস্যরা রবিবার গ্রামে গিয়ে নিখোঁজ পোষা কুকুরের খোঁজ খবর নেন। সেখানে তাঁরা বিপথগামী কুকুরগুলিকে পরিত্যক্ত কূপের মধ্যে দেখতে পায়। তাদের মেরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সদস্যরা।

আরও পড়ুন : Covid-19 4th Wave : বিশ্বে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, তবে কি আছড়ে পড়তে চলেছে চতুর্থ ঢেউ?

আরও পড়ুন : Protest Near Kejriwal’s House : “বিজেপি তাঁকে ‘মারতে’ চায়,” মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ ঘিরে চাঞ্চল্যকর দাবি আপ নেতার

আরও পড়ুন :  DA and DR Increased : সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাড়ল ডিএ ও ডিআর