Online Dating: অনলাইনে সঙ্গী খুঁজছেন? জেনে নিন বিপদগুলো
ক্যাসপারস্কাই ২১টি দেশকে নিয়ে যে সমীক্ষা চালিয়েছে, তাতে প্রত্যেক দেশের অন্তত এক হাজার জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতও। সেখানেই উঠে এসেছে অনলাইন ডেটিংয়ে গিয়ে হেনস্থার বা হিংসার শিকার হওয়ার ঘটনা। ডেটিং করতে গিয়ে ২৩ শতাংশ কোনও না কোনও ভাবে নিগ্রহের শিকার হয়েছেন।
নয়াদিল্লি: প্রযুক্তির যুগে দিনে দিনে বাড়ছে অনলাইন ডেটিংয়ের প্রবণতা। প্রচুর যুবক-যুবতী নিজের সঙ্গী বা সঙ্গিনী খুঁজতে ভরসা রাখেন অনলাইন মাধ্যমে। বিভিন্ন ধরনের প্রচুর ডেটিং সাইট এবং অ্যাপ রয়েছে। তার মাধ্যমেই চলে সঙ্গীর খোঁজ। কিন্তু এই পদ্ধতি কতটা নিরাপদ? অনলাইনে ডেটিং যাঁরা করেছেন, তাঁদের অভিজ্ঞতাই বা কী রকম? সম্প্রতি এই বিষয়ে ২১টি দেশের অনলাইন ডেটিং করেছেন, এ রকম ব্যক্তিদের নিয়ে একটি সমীক্ষা করেছে কাসপারস্কাই। সেই সমীক্ষার রিপোর্টে উঠে আসা তথ্য রীতিমতো শিউরে ওঠার মতো।
ক্যাসপারস্কাই ২১টি দেশকে নিয়ে যে সমীক্ষা চালিয়েছে, তাতে প্রত্যেক দেশের অন্তত এক হাজার জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতও। সেখানেই উঠে এসেছে অনলাইন ডেটিংয়ে গিয়ে হেনস্থার বা হিংসার শিকার হওয়ার ঘটনা। ডেটিং করতে গিয়ে ২৩ শতাংশ কোনও না কোনও ভাবে নিগ্রহের শিকার হয়েছেন। ২৭ শতাংশ জানিয়েছেন, ডেটিংয়ের পর থেকেই তাঁদের মোবাইল, মেলে অযাচিত মেসেজ আসা শুরু করেছে। ২৩ শতাংশ জানিয়েছেন, ডেটিংয়ে সম্মতি ছাড়াই ছবি বা ভিডিয়ো তোলা হয়েছে তাঁদের। এমনকি প্রাক্তন সঙ্গীর দ্বারা সোশ্যাল মিডিয়া হ্যাক হওয়ার ঘটনাও কম ঘটেনি।
ভারতের ক্ষেত্রেও এই সংখ্যাটা অনেকটাই বেশি। ৫৪ শতাংশ ভারতীয় জানিয়েছেন, অনলাইনের ডেটিংয়ের প্রাক্তন বা বর্তমান সঙ্গীর দ্বারা ৫৪ শতাংশ কোনও ভাবে নিগ্রহ বা হিংসার শিকার হয়েছেন। পুরুষদের থেকে মহিলাদের সঙ্গেই এই ধরনের ঘটনা বেশি ঘটেছে বলেও জানা গিয়েছে।