Tiger Kills: গবাদি পশুর খাবার জোগাড়ে গেল প্রাণ, ঘাস কাটতে গিয়ে বাঘের পেটে মহিলা
Tiger Kills Woman: সকাল ১০.৩০ নাগাদ ঘাস কাটতে আসা মহিলাদের বাঘ আক্রমণ করে। এর মধ্যে কেউ গাইড অরুন কুমারকে জানান, তাঁদের একজনের উপর বাঘ আক্রমণ করেছে। গাইড দ্রুতই সেই তথ্য জানান উপরমহলে। ঘটনাস্থলে পৌঁছলেও সেই মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি।
বাড়ির গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। আর সেটাই কাল হল। গবাদি পশুর জন্য খাবারের জোগাড়ে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মহিলার। ৬৫ বছরের বৃদ্ধা ঘাস কাটছিলেন। আর তারপরই হাড়হিম করা ঘটনা। সদ্য বেড়ে ওঠা এক বাঘের পেটে সেই মহিলা। ঘটনাটি মধ্য প্রদেশের পান্না টাইগার রিজার্ভের। শেষ অবধি হাতির সাহায্য নিয়ে মহিলার দেহ উদ্ধার করেছেন বন আধিকারিকরা।
পান্না টাইগার রিজার্ভের ডিরেক্টর অঞ্জনা সুচিতা জানান, চারজন মহিলা টাইগার রিজার্ভের সংরক্ষিত এলাকায় ঢুকেছিলেন। তাঁরা ঘাস কাটতে ঢুকেছিলেন। এরই মধ্যে এক কম বয়সি বাঘ তাঁদের আক্রমণ করে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, জানিয়েছেন পান্না টাইগার রিজার্ভের ডিরেক্টর অঞ্জনা সুচিতা।
এমন দুর্ঘটনা থেকে আরও সতর্ক হচ্ছেন বন আধিকরা। হাতির সাহায্য নিয়ে বাঘের মুভমেন্ট নজরে রাখা হচ্ছে। মৃত বৃদ্ধার পরিচয়ও সামনে এসেছে। তাঁর নাম ফুলিয়া বাই বলে জানা গিয়েছে। পান্না টাইগার রিজার্ভ সূত্রে আরও খবর, সকাল ১০.৩০ নাগাদ ঘাস কাটতে আসা মহিলাদের বাঘ আক্রমণ করে। এর মধ্যে কেউ গাইড অরুন কুমারকে জানান, তাঁদের একজনের উপর বাঘ আক্রমণ করেছে। গাইড দ্রুতই সেই তথ্য জানান উপরমহলে। ঘটনাস্থলে পৌঁছলেও সেই মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি।