AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mumbai Cruise Drug Case: মাদক কাণ্ডে ফের নয়া মোড়, প্রভাকরের নম্বরই সেভ করা ছিল ওয়াংখেড়ের নামে! দাবি এনসিবির

NCB on Prabhakar Sail's Claim: গ্রেফতারির পর বাকি অভিযুক্তদের মাটিতে বসানো হলেও আরিয়ান খানকে আলাদা চেয়ারে বসানো হয়েছিল বলে যে দাবি করেছিলেন প্রভাকর সেইল, সেই দাবিও মিথ্যা বলেই প্রমাণ হয়েছে বলে জানা গিয়েছে। প্রভাকর সেইল নিজে যে ভিডিয়ো তুলেছিলেন, তাতেই বাকি অভিযুক্তদেরও চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে। 

Mumbai Cruise Drug Case: মাদক কাণ্ডে ফের নয়া মোড়, প্রভাকরের নম্বরই সেভ করা ছিল ওয়াংখেড়ের নামে! দাবি এনসিবির
প্রভাকরের দাবি নিয়ে সন্দেহ এনসিবির। ছবি:PTI
| Edited By: | Updated on: Nov 13, 2021 | 7:02 PM
Share

মুম্বই: মুম্বই মাদক কাণ্ড (Mumbai Cruise Drug Case) ও আরিয়ান খানের (Aryan Khan) গ্রেফতারির তদন্তে ফের নয়া মোড়। এনসিবি(NCB)-র সাক্ষী প্রভাকর সেইল(Prabhakar Sail)-র দাবি ভুয়ো বলেই মনে করছে এনসিবি, এমনটাই সূত্রের খবর। কিরণ গোসাভি (Kiran Gosavi) ও এনসিবির জ়োনাল অফিসার সমীর ওয়াংখেড়ে(Sameer Wankhede)-র মধ্যে প্রমোদতরীতে তল্লাশি অভিযান চলাকালীন যে ফোনালাপের দাবি করেছিলেন প্রভাকর সেইল, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানানো হয়েছে এনসিবি সূত্রে।

গোপন সূত্রে খবর পেয়ে গত ২ অক্টোবর মুম্বইয়ে কর্ডেলিয়া নামক একটি প্রমোদতরীতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনসিবি। ওই প্রমোদতরী থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। আটক করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সহ চার জনকে। পরে বয়ান রেকর্ডের পর গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। এনসিবির সাক্ষী প্রভাকর সেইল নামক এক ব্যক্তি দাবি করেছিলেন, তাঁকে সমীর ওয়াংখেড়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন। আরিয়ান খানের গ্রেফতারি কেন্দ্র করে কিরণ গোসাভি ও সমীর ওয়াংখেড়ে টাকা আদায়ের পরিকল্পনাও করেছিল বলে দাবি করেন প্রভাকর।

এনসিবির কাছে জেরায় প্রভাকর সেইল জানিয়েছিলেন, যখন প্রমোদতরীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, সেই সময় কিরণ গোসাভির সঙ্গে ফোনে কথা বলেছিলেন সমীর ওয়াংখেড়ে। যদিও এনসিবি সূত্রে খবর, ওই সময়ে সমীর ওয়াংখেড়ে ও গোসাভির মধ্যে ফোনে কথা বলার কোনও প্রমাণ পাওয়া যায়নি। সমীর ওয়াংখেড়ের যে কল রেকর্ড জমা দেওয়া হয়েছে, তাতেও ওই রাতে দুজনের মধ্যে কথাবার্তার কোনও প্রমাণ নেই।

সূত্রের খবর, এনসিবির জেরায় প্রভাকর সেইল জানিয়েছিলেন, শাহরুখ খানের ম্যানেজার পুজা দাদলানির সঙ্গে দেখা করার সময় কিরণ গোসাভি তাঁকে ফোন করতে বলেছিলেন। সেইলের নম্বরই কিরণ গোসাভির ফোনে সমীর ওয়াংখেড়ে নামে সেভ করা ছিল। এনসিবির দাবি, এতেই প্রমাণিত হচ্ছে যে প্রভাকর সেইলও গোটা ঘটনার সঙ্গে জড়িত এবং কিরণ গোসাভির কথাতেই সে কাজ করেছে।

তবে প্রভাকর সেইলের সমস্ত দাবি মানতে নারাজ এনসিবি। সূত্রের দাবি, জেরায় বিভিন্ন সময় নানা গল্প শোনাচ্ছেন কিরণ গোসাভির দেহরক্ষী প্রভাকর সেইল। অন্য কারোর নির্দেশে এনসিবিকে বিভ্রান্ত করতেই প্রভাকর এই কাজ করছেন বলেও সন্দেহ এনসিবির।

গ্রেফতারির পর বাকি অভিযুক্তদের মাটিতে বসানো হলেও আরিয়ান খানকে আলাদা চেয়ারে বসানো হয়েছিল বলে যে দাবি করেছিলেন প্রভাকর সেইল, সেই দাবিও মিথ্যা বলেই প্রমাণ হয়েছে বলে জানা গিয়েছে। প্রভাকর সেইল নিজে যে ভিডিয়ো তুলেছিলেন, তাতেই বাকি অভিযুক্তদেরও চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে।

এখনও অবধি এনসিবির তরফে দু’বার প্রভাকর সেইলকে জেরা করা হয়েছে। এনসিবির বিশেষ তদন্তকারী দলও মামলার দায়িত্ব গ্রহণের পর একবার জেরা করেছে তাঁকে।  মুম্বই পুলিশের বিশেষ তদন্তকারী দলের কাছেও ইতিমধ্যেই বয়ান দিয়েছেন প্রভাকর সেইল। তাঁর আইনজীবী জানিয়েছেন, প্রভাকর সমস্ত তদন্তের সঙ্গেই পূর্ণ সহযোগিতা করছেন।

আরও পড়ুন: Tamil Nadu Rain Update: ঘনঘন বজ্রপাতে বাড়ছে বিপদ, সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে মৃত কমপক্ষে ১৭