Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Man Stabbed: বাজি ফাটাতে বাধা, ১৫ বছরের ছেলের বিরুদ্ধে কুপিয়ে খুনের অভিযোগ

Crime News: ১৫ বছরের ওই কিশোরের সঙ্গে ছুরি ছিল। অভিযোগ, তা দিয়েই একাধিকবার সুনীলকে কোপায় সে। এরপরই পালিয়ে যায়।

Man Stabbed: বাজি ফাটাতে বাধা, ১৫ বছরের ছেলের বিরুদ্ধে কুপিয়ে খুনের অভিযোগ
যুবককে কুপিয়ে খুন মুম্বইয়ে।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2022 | 11:10 PM

মুম্বই: বাজি ফাটাতে বাধা দিয়েছিলেন ২১ বছরের যুবক। রাগে ওই যুবককে ধারাল অস্ত্রের কোপে খুনের অভিযোগ উঠল তিন কিশোরের বিরুদ্ধে। সোমবার মুম্বইয়ের (Mumbai) এই ঘটনা কার্যত হতবাক করে দিয়েছে সকলকে। পুলিশ জানিয়েছে, তিনজনের একজনের বয়স ১২ বছর। বাকি দু’জনের একজনের বয়স ১৪ বছর, অন্যজন ১৫।

মুম্বইয়ের শিবাজি নগর। সেখানেই বাজি ফাটানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। সোমবার বেলা ২টো নাগাদ এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ বছরের ওই কিশোর বোতলে বাজি ভরে ফাটাচ্ছিল। সে সময় সুনীল নাইডু নামে ওই যুবক বাধা দেন।

অভিযোগ, এরপরই ওই ১২ বছরের কিশোরের ১৫ বছরের দাদা ও ১৪ বছর বয়সী বন্ধুর এসে সুনীলকে মারধর শুরু করে। এরপর ১৫ বছর বয়সী কিশোর সুনীলকে ধারাল ছুরি দিয়ে কোপ মারে বলে অভিযোগ। সুনীলকে রাজাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ১২ বছরের কিশোর পলাতক। তবে পুলিশের হাতে ধরা পড়েছে বাকি দু’জন।

জানা গিয়েছে, ১৫ বছরের ওই কিশোরের সঙ্গে ছুরি ছিল। অভিযোগ, তা দিয়েই একাধিকবার সুনীলকে কোপায় সে। এরপরই পালিয়ে যায়। পরিস্থিতি দেখে ছুটে আসেন স্থানীয়রা। হইচই শুরু হয়ে যায় এলাকায়। এই ঘটনায় শিবাজি নগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ও তিন কিশোর একই এলাকার বাসিন্দা। তারা একে অপরকে চিনত। বাজি পোড়ানোয় বাধাদানের কারণেই এই ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে তা খতিয়ে দেখছে পুলিশ।