AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ‘আমার প্রয়াত মাকে নিয়েও কুকথা বলা হল’, ‘যন্ত্রণা’-র কথা বললেন মোদী

PM Narendra Modi on his mother: ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। বিহারে ভোটার অধিকার যাত্রায় নেমেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই যাত্রার একটি ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে কয়েকজন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর প্রয়াত মা হীরাবেন মোদীকে নিয়ে কুকথা বলতে শোনা যায়। এর প্রতিবাদে সরব হয় বিজেপি।

PM Modi: 'আমার প্রয়াত মাকে নিয়েও কুকথা বলা হল', 'যন্ত্রণা'-র কথা বললেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: ANI
| Updated on: Sep 02, 2025 | 5:55 PM
Share

নয়াদিল্লি: তাঁর প্রয়াত মাকে ‘কুকথা’ বলা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বিহারে রাহুল গান্ধীর কর্মসূচি চলাকালীন প্রধানমন্ত্রীর মায়ের উদ্দেশে কুকথা ভেসে আসে, সেই বিহারে মহিলাদের জন্য জীবিকা নিধির ভার্চুয়াল উদ্বোধনে মায়ের কথা তুলে ধরলেন মোদী। তাঁর মাকে উদ্দেশ করে ওই কুকথা হৃদয়বিদারক বলে মন্তব্য করেন। নিশানা করলেন কংগ্রেস ও আরজেডিকে। মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, “এই কুকথা শুধুমাত্র আমার মায়ের অপমান নয়। এটি দেশের সকল মা, বোন এবং মেয়ের অপমান।”

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। বিহারে ভোটার অধিকার যাত্রায় নেমেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই যাত্রার একটি ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে কয়েকজন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর প্রয়াত মা হীরাবেন মোদীকে নিয়ে কুকথা বলতে শোনা যায়। এর প্রতিবাদে সরব হয় বিজেপি।

এবার ওই কুকথা নিয়ে মুখ খুললেন মোদী। এদিন তিনি বিহার রাজ্য জীবিকা নিধি সাখ সহকারী সঙ্ঘ লিমিটেডের ভার্চুয়ালি উদ্বোধন করেন। আর সেই উদ্বোধন করতে গিয়েই নিজের মায়ের কথা টেনে আনলেন মোদী। তিনি বলেন, “আমার মা আমার ছেড়ে দেন যাতে আমি আপনাদের মতো কোটি কোটি মায়ের সেবা করতে পারি। আপনারা জানেন, আমার মা আর বেঁচে নেই। একশো বছর পূর্ণ করার পর তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমার মায়ের সঙ্গে রাজনীতির কোনও যোগ ছিল না। যিনি আর নেই, তাঁকে নিয়ে আরজেডি, কংগ্রেসের মঞ্চ থেকে কুকথা বলা হল।” এরপরই তিনি বলেন, “এই কুকথা শুধু আমার মাকে অপমান নয়। দেশের সব মা, বোন এবং মেয়ের অপমান।”

রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “রাজপরিবারে জন্ম নেওয়া এই যুবরাজরা এবং গরিব মায়ের তপস্যা ও তাঁর সন্তানের যন্ত্রণা বুঝবে না। তাঁরা মুখে রুপোর চামচ নিয়ে জন্মেছেন। তাঁরা ভাবেন, দেশ ও বিহারের ক্ষমতা তাঁদের পরিবারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত।”