Narendra Modi: ‘মুসলিম লিগের ছাপ কংগ্রেসের ইস্তেহারে’! তুমুল সমালোচনায় বিঁধলেন মোদী

Soumya Saha |

Apr 06, 2024 | 6:32 PM

Narendra Modi: শনিবার উত্তর প্রদেশের সাহারানপুরে এক জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'স্বাধীনতা আন্দোলনের সময় মুসলিম লিগের যে ভাবনা ছিল, সেই ভাবনা প্রতিফলিত হয় কংগ্রেসের ইস্তেহারে। কংগ্রেসের ঘোষণাপত্রে সম্পূর্ণভাবে মুসলিম লিগের ছাপ রয়ে গিয়েছে।'

Narendra Modi: মুসলিম লিগের ছাপ কংগ্রেসের ইস্তেহারে! তুমুল সমালোচনায় বিঁধলেন মোদী
কংগ্রেসকে তুলোধনা মোদীর
Image Credit source: Twitter

Follow Us

উত্তর প্রদেশ: কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের তুমুল সমালোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কংগ্রেসের ইস্তেহারে ‘মুসলিম লিগের ভাবনার ছাপ’ রয়ে গিয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। শনিবার উত্তর প্রদেশের সাহারানপুরে এক জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘স্বাধীনতা আন্দোলনের সময় মুসলিম লিগের যে ভাবনা ছিল, সেই ভাবনা প্রতিফলিত হয় কংগ্রেসের ইস্তেহারে। কংগ্রেসের ঘোষণাপত্রে সম্পূর্ণভাবে মুসলিম লিগের ছাপ রয়ে গিয়েছে।’

উল্লেখ্য, লোকসভা ভোটের মুখে গতকালই নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। সনিয়া, রাহুল, খাড়্গেদের নির্বাচনী ইস্তেহার নিয়ে ইতিমধ্য়েই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। উঠতে শুরু করেছে সমালোচনার ঢেউ। এবার কংগ্রেসের ইস্তেহার নিয়ে চরম সমালোচনা নরেন্দ্র মোদীর। সাহারানপুরের সভা থেকে কংগ্রেসকে একহাত নিয়ে মোদী বলেন, কংগ্রেস যে ইস্তেহার প্রকাশ করেছে, তাতে এটাই প্রমাণ হয় যে আজকের দিনে ভারতের আশা-আকাঙ্খার সঙ্গে কংগ্রেসের দূর দূরান্তেও কোনও যোগ নেই। তাঁর কথায়, ‘বর্তমানে ভারতের আশা-আকাঙ্খার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কংগ্রেস।’ এরপরই কংগ্রেসের ইস্তেহারে ‘মুসলিম লিগের ভাবনার প্রতিফলনের’ কথা তুলে ধরেন মোদী।

এরপর মোদীর আরও সংযোজন, ‘মুসলিম লিগের ভাবনায়’ পুষ্ট এই ইস্তেহারে যে অংশটুকু বাকি রয়েছে, সেখানেও সম্পূর্ণভাবে ‘বামপন্থী ভাবনার’ প্রভাব রয়েছে। রাহুল-সনিয়াদের ইস্তেহারের সমালোচনা করে মোদী বলেন, ‘দূর-দূরান্ত পর্যন্ত এখানে কোথাও কংগ্রেসকে দেখা যাচ্ছে না। একবিংশ শতাব্দীতে এসে এই কংগ্রেস ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।’

উল্লেখ্য, ইতিহাসের পাতায় স্বাধীনতা আন্দোলনকালে এই মুসলিম লিগের ভূমিকা সম্পর্কে আমরা জানতে পারি। মহম্মদ আলি জিন্নাহ-র নেতৃত্বে মুসলিম লিগ দেশভাগের পক্ষে সওয়াল করেছিল।

Next Article