উত্তর প্রদেশ: চলতি বছরের শুরুতেই অযোধ্য়ায় রাম মন্দির উদ্বোধন হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ভোল বদলে গিয়েছে মন্দিরনগরী অযোধ্যা-সহ গোটা উত্তর প্রদেশের। আর এবার সেই উত্তর প্রদেশ থেকেই রাম মন্দির ইস্যুতে কংগ্রেসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরে ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বিরোধী শিবিরের অনেকেই সেই আমন্ত্রণ রক্ষা করেননি। শনিবার উত্তর প্রদেশের সাহারানপুরে এক জনসভা থেকে ইস্যুতেই নিশানা শানালেন মোদী। সরাসরি কংগ্রেসকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যাওয়ার বিরোধিতা করা কি শোভা দেয়?’
এই বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত থাকলেও কংগ্রেসের প্রথম সারির নেতাদের কাউকেই দেখা যায়নি প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে। সেই ইস্যুতেই কংগ্রেসকে একহাত নিয়ে মোদী বলেন, ‘যদি কেউ প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে এসে পড়েন, তাহলে তাঁকে কংগ্রেস থেকে ৬ বছরের জন্য বের করে দেওয়া হয়েছে। দেশে এরকম কি কেউ করতে পারে!’
অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ঘিরে গোটা দেশে এক উৎসবের চেহারা তৈরি হয়েছিল। আমজনতার মধ্যে এক ভিন্ন মাত্রায় উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছিল। রাম মন্দির উদ্বোধনের সন্ধেয় দেশজুড়ে পালিত হয়েছিল ‘অকাল দীপাবলি’। গোটা দেশকে এক সুতোয় গেঁথেছে রাম-ভাবনা। সেই কথাই আজ আবারও স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী এদিন সাহারানপুরের সভা থেকে বললেন, ‘ভগবান রামকে ছাড়া কি দেশের কল্পনা করা যায়! আমাদের এখানে তো সকাল-সন্ধে যখনই কারও সঙ্গে দেখা হয়, রাম-রাম বলে কথা শুরু হয়। অন্তিম যাত্রাও রামের নাম নিয়েই হয়। সেই রামের বিরুদ্ধেই এত রাগ! আমার তো মাথাতেই আসছে না। সামনেই রামনবমী আসছে। ধুমধাম করে লোক পালন করবে। আমরাও দেখতে চাই, কত বিরোধিতা করতে পারে।’