Narendra Modi LIVE: ১৫ থেকে ১৮ বছর বয়সিদের করোনা টিকা, করোনা যোদ্ধাদের প্রিকশন ডোজ়

| Edited By: | Updated on: Dec 26, 2021 | 12:48 AM

Narendra Modi: শনিবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 'করোনা এখনও চলে যায়নি। মাস্ক পরা ভুললে চলবে না।'

Narendra Modi LIVE: ১৫ থেকে ১৮ বছর বয়সিদের করোনা টিকা, করোনা যোদ্ধাদের প্রিকশন ডোজ়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ছবি)

নয়া দিল্লি: দেশে থাবা বসিয়েছে ওমিক্রন। ভারতের একাধিক প্রান্তে ইতিমধ্যেই করোনার দৈনিক সংক্রমণ বাড়তে শুরু করেছে। উদ্বেগ বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে। আর এর মধ্যেই দেশবাসীকে ওমিক্রন নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ৩ জানুয়ারি থেকে ১৫ বছর বয়সি থেকে ১৮ বছর বয়সিদের টিকা দেওয়া হবে। উল্লেখ্য, শনিবারই কোভ্যাক্সিনকে ১২ – ১৮ বছর বয়সিদের জন্য জরুরিকালীন পরিস্থিতিতে ব্যবহারের অনুমোদন দিয়েছেন ডিসিজিআই।

এর পাশাপাশি দেশে করোনার তৃতীয় ডোজ়ও চালু হয়ে যাচ্ছে আগামী বছরের শুরু থেকে। ১০ জানুয়ারি থেকে দেওয়া হয়ে করোনা টিকার প্রিকশন ডোজ়। স্বাস্থ্যকর্মীরা এবং যাঁরা একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন, প্রথম পর্যায়ে তাঁদের দেওয়া হবে এই প্রিকশন ডোজ়। একইসঙ্গে ষাটোর্ধ্ব নাগরিকরা এবং যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদেরও এই প্রিকশনারি ডোজ় দেওয়া হবে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 Dec 2021 12:00 AM (IST)

    তুন বছরের শুরুতেই ছোটদের করোনা টিকা, ‘প্রিকশন ডোজ়’ করোনা যোদ্ধাদেরও; কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা?

    বিশিষ্ট ভাইরোলজিস্ট সুমন পোদ্দার বলছেন, “সেকেন্ড ডোজ় এখনও অনেকে পাননি। অনেকের মধ্যে ঢিলেমি দেখা দিয়েছে। যা পরিস্থিতি, তাতে দুয়ারে ভ্যাকসিনের মতো একটি প্রকল্প চালু করতে হবে। এই পরিস্থিতিতে দ্বিতীয় ডোজ় কবে শেষ হবে, তারপর বুস্টার ডোজ় শুরু হবে – তা করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত। তাই এই সিদ্ধান্তটা নেওয়া খুব দরকার ছিল। তবে আমাদের কাছে করোনা টিকার পর্যাপ্ত স্টক রয়েছে কিনা, সেটা নিশ্চিত করা খুব জরুরি।”

    আরও পড়ুন : PM Modi announces Precaution Dose: নতুন বছরের শুরুতেই ছোটদের করোনা টিকা, ‘প্রিকশন ডোজ়’ করোনা যোদ্ধাদেরও; কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা?

  • 25 Dec 2021 10:56 PM (IST)

    প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানিয়েছেন জে পি নাড্ডা

    প্রধানমন্ত্রী করোনা টিকাকরণের যে সিদ্ধান্তের কথা শনিবার ঘোষণা করেছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এক টুইট বার্তায় কোভিডের বিরুদ্ধে ১৫ বছরের বেশি বয়সিদের টিকা দেওয়া এবং স্বাস্থ্য পরিষেবায় যুক্ত কর্মীদের জন্য ও  ষাটোর্ধ্বদের জন্য প্রিকশন ডোজ় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে কুর্নিশ জানিয়েছেন।

  • 25 Dec 2021 10:50 PM (IST)

    করোনা মোকাবিলায় দৃঢ় সিদ্ধান্তের জন্য নমোকে ধন্যবাদ অমিত শাহর

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সিদ্ধান্তের জন্য কুর্নিশ জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে অমিত শাহ লিখেছেন, ‘১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকা চালু করার জন্য প্রধানমন্ত্রীর পদক্ষেপকে স্বাগত। এটি বোঝায় স্কুল এবং কলেজের পড়ুয়াদের প্রতি মোদীজি কতটা সংবেদনশীল। এটি তাদের পরিবারকেও চিন্তামুক্ত করবে। এর জন্য আমি মোদীজিকে ধন্যবাদ জানাই।’

    একইসঙ্গে তিনি আরও লিখেছেন, সামনের সারির সকল করোনা যোদ্ধা অত্যন্ত সাহসিকতার সঙ্গে জাতির জন্য বিস্ময়কর সেবা করেছেন। মোদীজিকে তাদের প্রিকশন ডোজ দেওয়ার সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানাই।এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সি ও কোমর্বিডিটিযুক্ত  নাগরিকরাও প্রিকশন ডোজ পাবেন। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে তাঁর ভাষণে, ওমিক্রন ভাইরাস সম্পর্কে সচেতন থাকা এবং আতঙ্কিত না হয়ে কোভিড প্রোটোকল অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। শুধুমাত্র সতর্কতাএবং ভ্যাকসিনই পারে আমাদের করোনার বিপদ থেকে দূরে রাখতে এবং এর বিরুদ্ধে জয়লাভ করতে পারে।’

  • 25 Dec 2021 10:40 PM (IST)

    প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত উদ্ধব ঠাকরের

    ১৫ থেকে ১৮ বছর বয়সিদের করোনা টিকা দেওয়া এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রিকশন ডোজ় দেওয়ার যে সিদ্ধান্ত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, তাকে স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরে বলেছেন, “আদিত্য ঠাকরে কেন্দ্রের কাছে চিঠি লিখে শিশুদের জন্য টিকার জন্য অনুরোধ করেছিলেন।”

  • 25 Dec 2021 10:32 PM (IST)

    দেশে দ্রুত শুরু হবে নাসাল ভ্যাকসিন তৈরির কাজ

    করোনার বিরুদ্ধে লড়াইয়ে নাসাল ভ্যাকসিন,  বিশ্বের প্রথম ডিএনএ ভিত্তিক ভ্যাকসিন তৈরির কাজ শীঘ্রই ভারতে শুরু হবে। শনিবার জাতির উদ্দেশে ভাষণে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

  • 25 Dec 2021 10:28 PM (IST)

    ১৪১ কোটি ডোজ়ের কঠিন লক্ষ্য পার করেছে ভারত

    ভারত এই বছরের ১৬ জানুয়ারি থেকে দেশের নাগরিকদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। দেশের সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় এবং সম্মিলিত ইচ্ছার কারণেই আজ ভারত ১৪১ কোটি ভ্যাকসিন ডোজ়ের অত্যন্ত কঠিন লক্ষ্য পার করেছে।

  • 25 Dec 2021 10:15 PM (IST)

    করোনার বিরুদ্ধে লড়াইয়ে তৈরি ভারত

    আজ যখন করোনা প্রতি মুহূর্তে বিবর্তিত হচ্ছে, তখন দেশ করোনার বিরুদ্ধে লড়াইয়ে পুরোপুরিভাবে তৈরি। প্রধানমন্ত্রী জানান, দেশে বর্তমানে ১৮ লাখ আইসোলেশন বেড রয়েছে, ৫ লাখ অক্সিজেন সাপোর্টেট বেড রয়েছে, আইসিএই ও নন আইসিইউ বেডও তৈরি রয়েছে পর্যাপ্ত পরিমাণ। চার লাখ অক্সিজেন সিলিন্ডার গোটা দেশে দেওয়া হচ্ছে।

  • 25 Dec 2021 10:11 PM (IST)

    ১০ জানুয়ারি থেকে করোনার প্রিকশন ডোজ়, পাবেন প্রথম সারির করোনা যোদ্ধারা

    করোনার বিরুদ্ধে লড়াইয়ে, বিশেষ করে টিকাকরণের ক্ষেত্রে প্রথম থেকেই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেছে ভারত। এবার সেই পথে হেঁটেই করোনা টিকার তৃতীয় ডোজ় দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। ১০ জানুয়ারি থেকে দেওয়া হয়ে করোনা টিকার প্রিকশন ডোজ়। স্বাস্থ্যকর্মীরা এবং যাঁরা একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন, প্রথম পর্যায়ে তাঁদের দেওয়া হবে এই প্রিকশন ডোজ়। একইসঙ্গে ষাটোর্ধ্ব নাগরিকরা এবং যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদেরও এই প্রিকশন ডোজ় দেওয়া হবে।

  • 25 Dec 2021 10:08 PM (IST)

    এবার দেশের ১৫ বছর থেকে ১৮ বছর বয়সিদের করোনা টিকা, শুরু ৩ জানুয়ারি থেকে

    দেশে ১৫ বছর থেকে ১৮ বছর বয়সিদের এবার থেকে করোনা টিকা দেওয়া হবে। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ জানুয়ারি থেকে দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণের প্রক্রিয়া শুরু হবে বলে শনিবার জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন তিনি।

  • 25 Dec 2021 10:01 PM (IST)

    ‘মাস্ক পরুন, সতর্ক থাকুন’, দেশবাসীকে পরামর্শ নমোর

    গোটা দেশ এখন উৎসবের মেজাজে। বড়দিন আর বর্ষবরণের আনন্দে মেতে গোটা দেশ। এই পরিস্থিতি সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কথাই আজ উঠে আসে প্রধানমন্ত্রীর কথায়। বললেন, “আমার প্রিয় দেশবাসী, আপনাদের প্রত্যেককে বড়দিনের শুভেচ্ছা। আপনারা সবাই বর্ষবরণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এখন উৎসাহের পাশাপাশি, সচেতন থাকাও দরকার। বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রনের জন্য সংক্রমণ বাড়ছে। ভারতেও অনেকেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। আমি আপনাদের অনুরোধ করব, ভয় পাবেন না। হ্যাঁ, সতর্ক থাকুন, সজাগ থাকুন। মাস্ক পরুন।”

Published On - Dec 25,2021 10:00 PM

Follow Us: