Rahul Gandhi: আমেঠি নয়, কেরালার ওয়েনার থেকেই প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী: সূত্র

Jyotirmoy Karmokar | Edited By: জয়দীপ দাস

Mar 08, 2024 | 12:07 AM

Rahul Gandhi: সূত্রের খবর, ছত্তিশগঢ়, দিল্লি, কর্ণাটক, তেলেঙ্গনা, কেরল, লাক্ষাদ্বীপ, মেঘালয়, ত্রিপুরা, সিকিম এবং মনিপুরের মোট ৬০টি আসন নিয়ে কংগ্রেসের নির্বাচন কমিটির প্রথম পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে।

Rahul Gandhi: আমেঠি নয়, কেরালার ওয়েনার থেকেই প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী: সূত্র
ঝাড়খণ্ডে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী (ফাইল ছবি)
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: লোকসভা ভোটে কোন আসন থেকে লড়ছেন রাহুল গান্ধী? চড়ছিল জল্পনার খবর। এখন শোনা যাচ্ছে আপাতত আমেঠি নয়, কেরালার ওয়েনার থেকেই প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। যদিও উত্তরপ্রদেশের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়নি আজ। চূড়ান্ত হয়েছে কেরলের সম্ভাব্য প্রার্থীদের নাম। সূত্রের খবর এমনটাই। 

ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটও লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন বলে খবর। তিরুবনন্তপুরমে প্রার্থী হতে পারেন শশী থারুর। ইতিমধ্যেই সেই সম্ভাবনা জোরালো হয়েছে। ইতিমধ্যেই বসেছিল কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। কিন্তু, ভারত জোড়ো ন্যায় যাত্রা চলার কারণে এদিন গুজরাট থেকে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন রাহুল। 

বৈঠকে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ কমিটির অন্যান্য বরিষ্ঠ সদস্যরা। সূত্রের খবর, ছত্তিশগঢ়, দিল্লি, কর্ণাটক, তেলেঙ্গনা, কেরল, লাক্ষাদ্বীপ, মেঘালয়, ত্রিপুরা, সিকিম এবং মনিপুরের মোট ৬০টি আসন নিয়ে কংগ্রেসের নির্বাচন কমিটির প্রথম পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে। এদিকে এদিনই আবার ভোটের মুখে ৫ দফা প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন রাহুল গান্ধী। সেখানে যেমন পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে আইনের কথা বলা হচ্ছে, তেমনই বলা হচ্ছে প্রত্যেক গ্রাজুয়েটের জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর পরই এক বছর কোনও বেসরকারি সংস্থায় Apprenticeship এর কথা বলা হচ্ছে। 

Next Article