হাত চেপে রেখেছিল ৪ জন, ‘ধর্ষণ’ করে ২ জন! নার্সের যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে, লঙ্কার গুঁড়ো ভরে পৌশাচিক অত্যাচার

Physical Assault: নির্যাতিতার স্বামীর দাবি, সকাল ৯টার দিকে তাঁর স্ত্রী ডিউটির জন্য বেরিয়েছিলেন। কিন্তু ঘণ্টাখানেক বাদেই স্ত্রীর ফোন আসে। ও প্রান্ত থেকে কাতরাতে কাতরাতে নির্যাতিতা অত্যাচারের বর্ণনা দেন।

হাত চেপে রেখেছিল ৪ জন, 'ধর্ষণ' করে ২ জন! নার্সের যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে, লঙ্কার গুঁড়ো ভরে পৌশাচিক অত্যাচার
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Nov 29, 2024 | 8:32 AM

লখনউ: পৌশাচিক অত্যাচার! হাত-পা চেপে ধরে রেখেছিল চারজন। শরীরের উপরে যৌন লালসা মেটাচ্ছিল দুইজন। গণধর্ষণের শিকার নার্স। ধর্ষণ করেও থামেনি অত্যাচার, নির্যাতিতার যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল লাঠি। ভরে দেওয়া হল লঙ্কার গুঁড়ো!

আবারও একবার নির্মম, পৌশাচিক ও ঘৃণ্য অপরাধের সাক্ষী থাকল দেশ। হাসপাতালে যাওয়ার পথেই নার্সকে গণধর্ষণ করার অভিযোগ উঠল। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের জালাউন জেলায়। অভিযোগ, বৃহস্পতিবার সকালে স্কুটিতে চেপে ডিউটিতে যাচ্ছিলেন নার্স। এমন সময়ে কয়েকজন তাঁর পথ আটকে দাঁড়ায়। স্কুটি থেকে জোর করে নামিয়ে রাস্তার ধারে ঝোপের মধ্যে টেনে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়।

নির্যাতিতার স্বামীর দাবি, সকাল ৯টার দিকে তাঁর স্ত্রী ডিউটির জন্য বেরিয়েছিলেন। কিন্তু ঘণ্টাখানেক বাদেই স্ত্রীর ফোন আসে। ও প্রান্ত থেকে কাতরাতে কাতরাতে নির্যাতিতা অত্যাচারের বর্ণনা দেন। নির্যাতিতার দাবি, মূল অভিযুক্ত ও তাঁর ভাইপো মিলে তাঁকে গণধর্ষণ করে। সেই সময় তাঁদের চার শাগরেদ তাঁর হাত-পা চেপে ধরে রেখেছিল।

ধর্ষণের পর যৌনাঙ্গে লাঠি ও লঙ্কার গুড়ো ভরে দেওয়ার মতো নৃশংস অত্যাচারও চলে বলে দাবি নির্যাতিতার। যদিও পুলিশের দাবি, তাদের কাছে খবর এসেছে যে ওই মহিলা গ্রামেরই এক বাসিন্দার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বিষয়টি জানাজানি হতেই ওই ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা মহিলাকে মারধর করে। যদিও ওই নার্স যে গুরুতর অভিযোগ এনেছেন, তার ভিত্তিতে মামলা দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। নির্যাতিতাকে মেডিক্যাল টেস্টে পাঠানো হয়েছে।