One Nation, One Election: ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে শেষ ধাপে পিছিয়ে আসছে মোদী সরকার? হঠাৎ তৈরি সাসপেন্স
Parliament Update: সংসদের দুই কক্ষে বিল পেশ ও তা পাশ করাতে হবে। তাহলেই বদলে যাবে দেশের নির্বাচন পদ্ধতি। বিজনেস অ্যাডভাইসরি কমিটির আলোচনা মোতাবেক আগামিকাল, সোমবার লোকসভায় 'এক দেশ এক নির্বাচন' বিল পেশের কথা।
নয়া দিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় মিলেছে সবুজ সঙ্কেত। এবার সংসদের পালা। কিন্তু শেষ মুহূর্তে কি পিছিয়ে আসছে মোদী সরকার? ‘এক দেশ, এক নির্বাচন’ বিল পেশ নিয়ে কি দোলাচলে সরকার? নাকি পুরোটাই বিরোধী শিবিরকে বিভ্রান্ত করতে পরিকল্পিত কৌশল!
মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে ‘এক দেশ, এক নির্বাচন’। এবার সংসদের দুই কক্ষে বিল পেশ ও তা পাশ করাতে হবে। তাহলেই বদলে যাবে দেশের নির্বাচন পদ্ধতি। বিজনেস অ্যাডভাইসরি কমিটির আলোচনা মোতাবেক আগামিকাল, সোমবার লোকসভায় ‘এক দেশ এক নির্বাচন’ বিল পেশের কথা।
শনিবার সংসদীয় কার্যক্রমে (List of Business) নথিভুক্ত ছিল এক দেশ, এক নির্বাচন বিল। কিন্তু, রবিবার সকাল হতে না হতেই তালিকা থেকে সরিয়ে দেওয়া হল বিল পেশের নির্ধারিত সূচী। অর্থাৎ সোমবার বিল পেশ হচ্ছে কি না তা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, চলতি অধিবেশনে বিল পেশের বিষয়ে এখনও কি দোটানায় রয়েছে সরকার?
তবে অতীতের অভিজ্ঞতা অন্য কথা বলছে। ৩৭০ ধারা বাতিলের বিল যখন সংসদে পেশ করে, তখন অধিবেশন শুরুর ঠিক প্রাক মুহূর্তে সংসদীয় কার্যক্রমে যোগ করা করেছিল সরকার। ফলে, তালিকা থেকে বিলের নাম সরিয়ে নেওয়া আদতে ফের কোনও কৌশল কিনা, সেই প্রশ্নও থেকে যাচ্ছে।