Operation Blue Star ভুল ছিল, ইন্দিরা গান্ধীকে প্রাণ দিয়ে মূল্য চোকাতে হয়েছিল: চিদাম্বরম
P Chidambaram: অপারেশন ব্লু স্টার নিয়ে বলতে গিয়ে তিনি বলেন যে এর সিদ্ধান্ত শুধুমাত্র ইন্দিরা গান্ধীর একার ছিল না। চিদাম্বরম বলেন, "এটা সেনা, পুলিশস গোয়েন্দা ও সিভিল সার্ভিসের মিলিত সিদ্ধান্ত ছিল। শুধুমাত্র ইন্দিরা গান্ধীকে দোষ দেওয়া যায় না।"

সিমলা: ‘অপারেশন ব্লু স্টার’ নিয়ে চাঞ্চল্য়কর মন্তব্য প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। তিনি বললেন, ১৯৮৪ সালে অপারেশন ব্লু স্টার পঞ্জাবের স্বর্ণ মন্দির দখলের ভুল পথ ছিল। এর মূল্য ইন্দিরা গান্ধীকে নিজের প্রাণ দিয়ে চোকাতে হয়েছিল।
হিমাচল প্রদেশের কাসৌলিতে একটি সাহিত্য অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন পি চিদাম্বরম। সেখানেই তিনি বলেন, “কোনও মিলিটারি অফিসারকে অপমান করে বলছি না, কিন্তু স্বর্ণ মন্দিরকে পুনরুদ্ধার করার পদ্ধতি ভুল ছিল। কয়েক বছর বাদে আমরা সঠিক পথ দেখিয়েছিলাম, সেনাকে বাদ দিয়ে। ব্লু স্টার সঠিক ছিল না, আমিও মানি যে মিসেস গান্ধীকে সেই ভুলের মূল্য চোকাতে হয়েছিল নিজের প্রাণ দিয়ে।”
অপারেশন ব্লু স্টার নিয়ে বলতে গিয়ে তিনি বলেন যে এর সিদ্ধান্ত শুধুমাত্র ইন্দিরা গান্ধীর একার ছিল না। চিদাম্বরম বলেন, “এটা সেনা, পুলিশ, গোয়েন্দা ও সিভিল সার্ভিসের মিলিত সিদ্ধান্ত ছিল। শুধুমাত্র ইন্দিরা গান্ধীকে দোষ দেওয়া যায় না।”
পঞ্জাবের আজকের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে চিদাম্বরম বলেন যে খলিস্তান তৈরির ডাক অনেকটাই মিলিয়ে গিয়েছে, বরং অর্থনৈতিক সঙ্কট রাজ্যের সবথেকে বড় সঙ্কট হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “পঞ্জাবে গিয়ে আমি বুঝেছি যে খলিস্তানের ডাক বা বিচ্ছিন্ন হওয়ার দাবি ফিকে হয়ে গিয়েছে। আসল সমস্যা হল অর্থনৈতিক পরিস্থিতি। অধিকাংশ বেআইনি পরিযায়ীই পঞ্জাবের।”
প্রসঙ্গত, ১৯৮৪ সালের ১ জুন থেকে ৮ জুন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারের নেতৃত্বে অপারেশন ব্লু স্টার চালিয়েছিল। জর্নাইল সিং ভিন্দ্রানওয়ালের নেতৃত্বে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান ছিল সেনার। সেই সময়ে পঞ্জাবে জোরদার হয়েছিল খালিস্তান আন্দোলন। ৩ জুন অমৃতসরে কার্ফু জারি হয়। সেনার হাত থেকে বাঁচতে ভিন্দ্রানওয়ালে ও তাঁর সমর্থকরা স্বর্ণ মন্দিরের ভিতরে অকাল তখত ও অন্যান্য অংশে আশ্রয় নিয়েছিল। ৫-৬ জুনের রাতে সেনা বিশাল বাহিনী, ট্যাঙ্ক নিয়ে ঢুকেছিল। ভয়ঙ্কর সংঘর্ষ হয়। ভিন্দ্রওয়ালে, সেনা সহ শতাধিক মানুষের মৃত্যু হয় এই অপারেশন ব্লু স্টারে। কেন্দ্রের এই অভিযানে শিখ ভাবাবেগে আঘাত লাগে। ওই বছরই, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজের দুই শিখ দেহরক্ষীর হাতে খুন হন ইন্দিরা গান্ধী। তাঁর হত্যা অপারেশন ব্লু স্টারের প্রতিশোধ বলেই মনে করা হয়েছিল। ইন্দিরা গান্ধীর হত্যার পর দেশজুড়ে দাঙ্গা শুরু হয়েছিল, শিখ নিধন হয়েছিল নির্বিচারে।
