TV9 festival of India: ফেস্টিভাল অব ইন্ডিয়ায় ২৫০-টির বেশি দেশি-বিদেশি স্টলে মজেছেন দর্শনার্থীরা
TV9 festival of India: ফেস্টিভাল অব ইন্ডিয়ায় নজর কেড়েছে অসমের শাড়ি। হাতের তৈরি শাড়ির স্টলে ভিড় বেড়েছে মহিলাদের। অসমের মঙ্গা শাড়ি পাওয়া যাচ্ছে স্টলে। যা পুরোপুরি হস্তনির্মিত। এই শাড়িগুলির দাম ১০০০ টাকা থেকে ১৮ হাজার টাকা।
নয়াদিল্লি: দেশ-বিদেশের নানা সম্ভার। পছন্দমতো কেনাকাটা। টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়ায় বসেছে ২৫০টির বেশি স্টল। দর্শনার্থীদের কাছে রকমারি পণ্য নিয়ে হাজির তারা। আর এইসব স্টলে মজেছেন দর্শনার্থীরা। নিজেদের পছন্দমতো কেনাকাটা করছেন। আট থেকে আশি-সবার জন্যই নানা সামগ্রী পাওয়া যাচ্ছে এইসব স্টলে।
মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ৯ অক্টোবর শুরু হয়েছে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠানে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারেন দর্শনার্থীরা। প্রথম দিন থেকে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে দর্শনার্থীরা ভিড় করছেন। তারই মাঝে তাঁদের নজর কেড়েছে দেশ-বিদেশের ২৫০টির বেশি স্টল। পোশাক, ঘর সাজানোর জিনিসপত্র, মেকআপ সামগ্রী-সহ নানা জিনিসের পসরা সাজিয়ে বসেছে দেশ-বিদেশের স্টলগুলি।
ফেস্টিভাল অব ইন্ডিয়ায় এসে শিশুরা যাতে আনন্দ পায়, তার জন্য নানা ব্যবস্থা করা হয়েছে। ম্যাজিকের ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য পাওয়া যাচ্ছে ম্যাজিক কিট। নজর কেড়েছে অসমের শাড়িও। হাতের তৈরি শাড়ির স্টলে ভিড় বেড়েছে মহিলাদের। অসমের মঙ্গা শাড়ি পাওয়া যাচ্ছে স্টলে। যা পুরোপুরি হস্তনির্মিত। এই শাড়িগুলির দাম ১০০০ টাকা থেকে ১৮ হাজার টাকা। আপনার যদি পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে কুরাই মাদুর কিনে রাখতে পারেন। এটা খুবই হালকা। মাত্র ৪০০ গ্রাম ওজন। এক জায়গা থেকে অন্য জায়গা সহজে নিয়ে যাওয়া যায়।
এই খবরটিও পড়ুন
নজর কেড়েছে দুবাইয়ের পারফিউম-
দুবাই থেকে আসা এক ব্যবসায়ী এই প্রথমবার এখানে পারফিউমের স্টল দিয়েছেন। দুবাইয়ের নানা ধরনের পারফিউম তাঁর স্টলে পাওয়া যায়। এই পারফিউমগুলির দাম ৫০০ টাকা থেকে শুরু। মহিলা ও শিশুদের জন্য একাধিক পণ্য নিয়ে পসরা সাজিয়েছেন থাইল্যান্ডের এক ব্যবসায়ী। আফগানিস্তানের ড্রাই ফ্রুটের স্টলের সামনে ভিড় বেড়েছে। মায়িম সুলতানি বলেন, গতবছরও তিনি এখানে স্টল দিয়েছিলেন। এবং দর্শনার্থীদের কাছ থেকে ভাল সাড়া পেয়েছিলেন। এবছর বাদাম, কাজু, কিসমিস, খেজুর-সহ নানা ড্রাই ফ্রুট নিয়ে বসেছেন তিনি। মহিলাদের ভিড় বেড়েছে কোরিয়ার একটি স্টলে। মেয়েদের জন্য আর্টিফিশিয়াল গয়নার স্টল দিয়েছেন তিনি। প্রবীণ ব্যক্তিদের শরীরের নানা স্থানের ব্যথার উপশমের জন্য থাইল্যান্ডের মলমের স্টল বসেছে।
এবার দ্বিতীয় বর্ষে পা রেখেছে ফেস্টিভাল অব ইন্ডিয়া। এই উৎসবে সামিল হওয়ার জন্য কোনও প্রবেশমূল্য নেই। কেনাকাটা, খাওয়াদাওয়ার পাশাপাশি প্রতিদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। পরিবারকে সঙ্গে নিয়ে ফেস্টিভাল অব ইন্ডিয়ায় ঢুঁ মেরে আসতে পারেন আপনিও।