নয়া দিল্লি: রাহুল গান্ধীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। প্রশ্ন উঠল তাঁর নাগরিকত্ব নিয়ে। এক ব্যক্তির অভিযোগ, দ্বৈত নাগরিকত্ব রয়েছে কংগ্রেস সাংসদের। ভারতের নাগরিকত্বের পাশাপাশি তাঁর ব্রিটেনের নাগরিকত্বও রয়েছে। ভারতীয় নাগরিকত্ব বাতিলের দাবি তুলেছেন তিনি। দাবি করেছেন সিবিআই তদন্তেরও। এবার কেন্দ্রের তরফেও জানানো হল, রাহুল গান্ধীর নাগরিকত্বের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কর্নাটকের বাসিন্দা এস ভিগনেশ শিশির দাবি করেন, রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক। তাঁর সে দেশের নাগরিকত্ব রয়েছে। এলাহাবাদ হাইকোর্টে তিনি রাহুল গান্ধীর নাগরিকত্ব বাতিলের দাবিতে পিটিশনও দাখিল করেন। এই পিটিশনের ভিত্তিতেই আদালতের তরফে সরকারের কাছে প্রশ্ন রাখা হয়েছিল। তার জবাবে স্বরাষ্ট্র মন্ত্রক জানাল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পিটিশনারের বক্তব্য গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগামী শুনানিতে এই বিষয়ে কেন্দ্রের উত্তর জানানো হবে। ১৯ ডিসেম্বর পরবর্তী শুনানি ধার্য করা হোক।
পিটিশনারের দাবি, একসঙ্গে দুই দেশের নাগরিকত্ব রাখতে পারেন না রাহুল গান্ধী। তাঁর কাছে তথ্য রয়েছে যে ব্রিটেনের নাগরিকত্বের রেকর্ডে রাহুল গান্ধীর নাম রয়েছে। ব্রিটেন সরকারও তা নিশ্চিত করেছে। যাবতীয় তথ্য এলাহাবাদ হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।
মামলাকারীর বক্তব্য, ভারতীয় আইনে দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি নেই। অন্য দেশের নাগরিকত্ব নিলে, ভারতীয় নাগরিকত্ব আপনা-আপনি বাতিল হয়ে যায়।